বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, সাংলান, পাতা-২০২৫ উপলক্ষে

দুখ্যা মানেই
(চাকমা কবিতা)
এস টি চাকমা

মুরল্যা চাদিগাঙর মানুজ আমি,
দুখ-কাম গুরি খেই।
জাদঅ কামত ডাক্ পলে,
পিচ্ছেনদি ধেই যেই।

ধজা খেলং, লড়া খেলং
তো ন-বজের উচ্।
জাদঅ ভালেদ্ চিদে গল্যা
বেগে দেঘেইদোন দুচ্।

ইয়ান্যা গুরি কেনে আমি,
পিত্থিমিত বাজি থেবং?
এগেম্ গুরি সমারে বেগে,
জাত্তো উজেই নিবোং।

More From Author