বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, সাংলান, পাতা-২০২৫ উপলক্ষে

জুমঘর
(চাকমা কবিতা)
অমর কান্তি চাকমা

এ্যাল এ্যাল মৌনমুড়ো সেরে
পহ্’র গুরি উদে যেক্কে বেলান,
নুও রঙে সাজি উদে আমা জুম ঘরান।
গুরি গুরি শিরো-পানি ফুদোলোই
ধানানি যেক্কে বেলর পহ্’রে ঝিমিত ঝিমিত জ্বলে;
সক্কে আমা জুমান চাদে ভারি দোল লাগে।

পিবির পিবির বোইয়ের বায় মৌনো মাধায় মাধায়
জুরে যায় হেয়ে-আন দোল মিধে আভায়;
নোনেয়ে সুরে পেক্কুনে যেক্কে গীত গেবাক
বোইয়েরো আভায় সে লগে পাগানা ধানানিত্তুন নিগিলে তুমবাজ।

জুমত্তুন তোগেনে হেবং আমি পাগানা মামরা-সিন্দারা
হেবং আরও তোগে ছড়া ইজে, মাজ-হাঙারা!

বেল ডুবি রেদোত যেক্কে জুনোপহ্’রান বাজিবো
পুরোনো দিনো হধা সেক্কে ইদোত উদিবো!
ইজোরো মাধাত বজিনে বেগে মিলি আমি গব দিবং
গীদে রেঙে আমা জুমঘরান গুজুরে তুলিবং।

লেখক: সহকারী শিক্ষক, তাংগুমাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি

More From Author

+ There are no comments

Add yours