বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিসিপি’র শুভেচ্ছা বার্তা

হিল ভয়েস, ২৫ এপ্রিল ২০২৫; রাঙ্গামাটি: আগামী ২৬ এপ্রিল ২০২৫ বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে অন্যতম প্রাচীন ও প্রগতিশীল ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ৭৩ বছরে পদার্পন করতে চলেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এক বার্তায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটি তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমার স্বাক্ষরিত বার্তায় বলা হয়, বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলনে ছাত্র ইউনিয়ন সবসময় মূখ্য ভূমিকা পালন করেছে। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামের প্রারম্ভে ছাত্র ইউনিয়নের রাজনৈতিক আন্দোলন গুরুত্ব ভূমিকা পালন করে। জুম্ম জনগণের অবিসংবাদিত দুই নেতা প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা এবং জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা উভয়ই ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনৈতিক ভাবাদর্শের ছোঁয়া পেয়েছিলেন।

পার্বত্য চট্টগ্রামে যখন রাষ্ট্রীয় দমন-নিপীড়নের বিরুদ্ধে জুম্ম জনগণের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলমান ছিল, সেই সময়ে রাজপথে জুম্ম ছাত্র সমাজের রাজনৈতিক ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মূখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে ছাত্র ইউনিয়নের ১৯৮৯-৯১ মেয়াদের তৎকালীন সাধারণ সম্পাদক নাসির-উদ-দৌজার নাম স্মরণীয় হয়ে থাকবে।

বার্তায় আরো উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় সমস্যা এবং এই সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নেও ছাত্র ইউনিয়ন সবসময় সোচ্চার থেকেছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে চুক্তি বাস্তবায়নের দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ বিশেষ করে ছাত্র ইউনিয়ন অধিকতর ভূমিকা রাখবে বলে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) আশাবাদ ব্যক্ত করে।
একই সাথে দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, ধনী-গরীব সকলের জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণসহ আপামর জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে একটি অসাম্প্রদায়িক, শোষণহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চলমান আন্দোলনের সাথে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সবসময় তার সমর্থন অব্যাহত রাখবে।

More From Author

+ There are no comments

Add yours