পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের সামাজিক উৎসব উপলক্ষে ৫ দিনের ছুটির দাবিতে চবি ও রাবিতে উপাচার্য বরাবর স্মারকর পেশ

হিল ভয়েস, ১০ এপ্রিল ২০২৫, চবি ও রাবি: পাহাড়ি জাতিগোষ্ঠীসমূহের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান যা প্রতিবছর ১২ এপ্রিল থেকে শুরু করে ১৬ এপ্রিল পর্যন্ত উদযাপন করা হয়ে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষকে(১৪ এপ্রিল) বাৎসরিক ছুটির তালিকায় রাখা হলেও বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান উৎসবসমূহকে ছুটির আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উক্ত উৎসবসমূক উপলক্ষে ছুটি না থাকার কারণে পার্বত্য চট্টগ্রাম থেকে আগত আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের প্রধান সামাজিক উৎসব পালন করা থেকে বঞ্চিত হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানকার আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে উক্ত উৎসবের দিনে ছুটি ও ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু দুঃখের বিষয় যে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক আদিবাসী শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও এবং ইতিপূর্বে বেশ কয়েকটি সংগঠন থেকে উক্ত উৎসবসমূহ উপলক্ষে ছুটির আবেদন জানিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ফলে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাশ-পরীক্ষা চলমান থাকায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীরা তাদের প্রধান সামাজিক উৎসব উদযাপন করা থেকে বঞ্চিত হয়ে আসছে।

তাই আদিবাসী শিক্ষার্থীরা যাতে উৎসবমুখর পরিবেশে নিজেদের সামাজিক উৎসবসমূহ পালন করতে পারে সেজন্য পিসিপি, রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার যৌথ উদ্যোগে রাবিতে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে চবিতে মাননীয় উপাচার্যদ্বয় বরাবর নিম্নোক্ত দাবিসমূহ জানানো হয়

১। অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিন ছুটি ঘোষণা করা এবং একইসাথে উল্লেখ্য দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় যুক্ত করা।

২। বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ ও ইনস্টিটিউটে ইতোমধ্যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যদি উল্লেখ্য দিনগুলোকে ছুটির আওতায় আনা না হয়ে থাকে সেক্ষেত্রে সংশোধনের মাধ্যমে ৫ দিনের ছুটি অন্তর্ভূক্ত করে পুনরায় পরীক্ষার রুটিন প্রকাশ করা।

More From Author

+ There are no comments

Add yours