পানছড়িতে ইউপিডিএফ থেকে ঝরে যাওয়া এক কর্মীকে ইউপিডিএফ কর্তৃক গুলি করে হত্যা

হিল ভয়েস, ৬ এপ্রিল ২০২৫, খাগড়াছড়ি: পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্তৃক ইউপিডিএফ (প্রসিত) থেকে ঝরে পড়া একজন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল শনিবার (৫ এপিল) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ডুমবিল গ্রামে। হত্যার শিকার ব্যক্তির নাম অমর জীবন চাকমা, পিতা দেবেতা চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, অমর জীবন চাকমা এক সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এ সক্রিয় সদস্য ছিলেন। সেখান থেকে দুইটা পিস্তল নিয়ে ইউপিডিএফের নিকট আত্মসমর্পণ করেন।

দীর্ঘদিন ধরে প্রসিত সমর্থিত ইউপিডিএফে কাজ করার পর সম্প্রতি অমর জীবন চাকমা ইউপিডিএফ থেকে নিষ্ক্রিয় হয়ে বাড়িতে অবস্থান করে আসছেন।

এমতাবস্থায় গত শনিবার ইউপিডিএফ সশস্ত্র সদস্য কর্তৃক অমর জীবন চাকমাকে গুলি করে হত্যা করে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

More From Author