জুরাছড়িতে ব্যাপক সেনা অভিযান শুরু, তবে স্ট্রোকে এক সেনা সদস্যের মৃত্যু

হিল ভয়েস, ২৪ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: আজ (২৪ এপ্রিল) থেকে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যাপক সেনা অভিযান শুরু করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে, অভিযানে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক সেনা সদস্যের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৮টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে অবস্থিত বনযোগীছড়া সেনা জোন থেকে মেজর ফয়সাল (পিএসসি), ক্যাপ্টেন সাইফ ও ক্যাপ্টেন ইরাম এর নেতৃত্বে ১০০-১১০ জনের একটি সেনাদল সামরিক অভিযানে বের হয়। প্রথমে তারা জুরাছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমতলি ও থাচিপাড়া গ্রামে যায়, এরপর সেখান থেকে ৫নং ওয়ার্ডের সোহেল পাড়া গ্রামে অবস্থান গ্রহণ করে।

এসময় আমতলা এলাকায় পথিমধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক সেনা সদস্য মৃত্যুবরণ করে বলে জানা গেছে। পরে ওই সেনা সদস্যের লাশ কাপড়ে মুড়িয়ে থাচিপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে হেলিকপ্টারযোগে লাশটি অন্যত্র নিয়ে যাওয়া হয়।

এদিকে বিরাট সেনাদলটি সন্ধ্যার দিকে ৬নং ওয়ার্ডের থাচিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আগামীকাল সেখান থেকে সেনা সদস্যরা আবার তাদের অভিযান শুরু করবে বলে জানা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো অপ্রীতিকর কোনো ঘটনার কথা জানা যায়নি।

More From Author

+ There are no comments

Add yours