চুক্তিবিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক তাইন্দং হতে দুই জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার

হিল ভয়েস, ১ এপ্রিল ২০২৫, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া হতে চুক্তিবিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক দুই জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- ননাই ত্রিপুরা (২৮), পীং-মৃত তীর্থরায় ত্রিপুরা এবং বিক্রম ত্রিপুরা (৪০), পীং-লাল মোহন ত্রিপুরা।

গতকাল ৩১ মার্চ ২০২৫ বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

তাইন্দং এলাকায় দায়িত্বরত ইউপিডিএফ এর সশস্ত্র কমান্ডার জুনেল চাকমা ও চাঁদা সংগ্রাহক কলম্বাস চাকমার নেতৃত্বে এই অপহরণের ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়।

অপহরণের শিকার ব্যক্তিরা অত্যন্ত নিরীহ এবং দরিদ্র গ্রামবাসী বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, উক্ত গ্রামবাসীরা জনসংহতি সমিতির সমর্থক ও তথ্য প্রদানকারী মনে করে ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে।

More From Author