চবির ৫ শিক্ষার্থীকে অপহরণ ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে ১৮৩ আদিবাসী শিক্ষার্থীর যৌথ বিবৃতি

হিল ভয়েস, ১৭ এপ্রিল ২০২৫; চট্টগ্রাম: গতকাল ১৬ এপ্রিল ২০২৫ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃত ৫ জন শিক্ষার্থীকে দ্রুত মুক্তির দাবি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ১৮৩ জন আদিবাসী শিক্ষার্থীর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সূত্র মোতাবেক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণ ঘটনার সাথে জড়িত। ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তীব্র নিন্দা এবং অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনা পার্বত্য চট্টগ্রাম ও সারা বাংলাদেশে মানবাধিকার বিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থী। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আমাদের জন্য আত্মবিধ্বংসী কাজ। তাই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অপহৃত ৫ জন শিক্ষার্থীকে অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে গিয়েছিলেন অপহৃত শিক্ষার্থীরা। ১৫ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। সেদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পেয়ে খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক স্থানে আত্মীয়ের বাসায় রাত কাটিয়েছেন পাঁচ জন। ১৬ এপ্রিল ২০২৫ সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে কুকিছড়া থেকে খাগড়াছড়ি সদরে টম টম অটোরিকশা নিয়ে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি থামিয়ে টম টম অটোরিকশার চালক সহ ৫ (পাঁচ) জন ছাত্রকে অপহরণ করে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এই ঘটনার ২৪ ঘন্টার অধিক সময় পেরিয়ে গেলেও তাদের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

More From Author

+ There are no comments

Add yours