হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৫, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন আদিবাসী শিক্ষার্থী বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে তাদের এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে ইউপিডিএফ কর্তৃক তাদের অপহরণের ঘটনায় ১৮ এপ্রিল ২০২৫ তারিখে এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রজীবনের স্বাভাবিক অবকাশ ও উৎসব শেষে নিরাপদে, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে শিক্ষার্থীদের এভাবে অপহরণ নিঃসন্দেহে একটি ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। এটি শুধু পাহাড়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাপন নিয়েও বড় প্রশ্ন তৈরি করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, এই সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলে, আমরা অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীর সুস্থ ও নিরাপদ মুক্তি দাবি করছি। একইসঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি-পাহাড়ে সক্রিয় সকল প্রকার সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
বিবৃতিতে দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে বলা হয়, অপহৃত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারে এবং পাহাড়ে অবস্থানরত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সক্রিয়, দ্রুত ও ফলপ্রসূ হস্তক্ষেপ নিশ্চিত করা হোক।
+ There are no comments
Add yours