চবির ৫ আদিবাসী শিক্ষার্থী ও টমটম চালককে অতি দ্রুত উদ্ধারের দাবি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের

হিল ভয়েস, ১৮ এপ্রিল ২০২৫, ঢাকা: গত ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, খাগড়াছড়ি গিরিফুল এলাকায় টমটমে করে ফেরার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন আদিবাসী শিক্ষার্থী ও টমটম চালক। উক্ত শিক্ষাথীদের অপহরণের ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পযন্ত উদ্ধারের সম্ভব হয়নি। এমতাবস্থায় আজ ১৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দপ্তর সম্পাদক মাঈন আহমেদ স্বাক্ষরিত এক বার্তা প্রদান করা হয়।

উক্ত বার্তায় বলা হয়, “অপহরণের ৩৬ ঘণ্টা পরেও নিখোঁজ শিক্ষার্থীদের মুক্ত করাতো দূরে থাক, হদিস পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী। এ এক রূঢ় রসিকতার শামিল যে, দশকের পর দশকজুড়ে সেনাশাসনের পক্ষে এই যুক্তি নির্মাণ করা হয় যে জনসাধারণের নিরাপত্তার স্বার্থেই পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন প্রয়োজন। অথচ অপহরণের এত সময় পরও আমরা সেনাবাহিনী ও তৎপরতা দেখতে পাচ্ছি না। নাগরিক নিরাপত্তার এই বেহাল দশা আমাদের জন্য উদ্বেগের ও শঙ্কার। উদ্ধার তৎপরতা বেগবান করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।”

বার্তায় আরো বলা হয়, “তদন্তসাপেক্ষে অপহরণের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জননিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমবর্ধমান ব্যর্থতাও জবাবদিহিতার দাবি রাখে।”

More From Author