হিল ভয়েস, ১৮ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: গত ১৬ এপ্রিল ২০২৫, সোমবার রাঙ্গামাটির কাউখালীতে এক দল সেটেলার বাঙ্গালি কর্তৃক দিবাগত রাতে এক আদিবাসী মারমা তরুণীকে(২০) পিতা-মাতার সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথ বিবৃতি প্রদান করেছে।
মো. ফাহিম নামে এক যুবকের নেতৃত্বে এই গণধর্ষণ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
বিবৃতির মাধ্যমে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৫, সোমবার মধ্যরাত আনুমানিক ১২ ঘটিকার দিকে মোটরসাইকেল যোগে দুই জন সেটেলার যুবক এসে তরুণীটিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে কোন এক অজ্ঞাত জায়গায় এক দল সেটেলার যুবক কর্তৃক রাতভর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় তরুণীটি। গত ১৭ এপ্রিল২০২৫, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণী ঐ জায়গা থেকে পালিয়ে প্রায় মুমূর্ষু অবস্থায় কাউখালি থানায় গিয়ে পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ ভুক্তভোগী তরুণীর অভিযোগ পেয়ে তার (তরুণী) পিতাকে থানায় ডেকে আনে।
থানায় ভুক্তভোগী তরুণীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেডিক্যাল চেক-আপ ও চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে সেনাবাহিনী ও পুলিশ দুইটি জিপ গাড়িতে করে এলাকায় ভুক্তভোগীর বাড়ি এসে মা-বাবা ও প্রতিবেশীদের আশ্বাস দেয়, অভিযুক্ত আসামি কে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু ঘটনার দুই (২) দিন অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত চিহ্নিত ধর্ষকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন। জানা যায় যে, ধর্ষণ ঘটনাটি ধামাচাপা দিতে ফেসবুকে পোস্ট দিতে পুলিশের পক্ষ থেকে বারণ করা হয় ভুক্তভোগী পরিবারকে।
পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসী নারী ও শিশুদের ওপর নিপীড়ন, লাঞ্চনা, অত্যাচার, ধর্ষণ ও হত্যা ক্রমশ বেড়েই চলেছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন মনে করে, নারী ও শিশুর ওপর যে হারে নির্যাতন বৃদ্ধি পাচ্ছে তা প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতা সংস্কৃতিরুই প্রতিফলন। কাউখালীতে মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ফাহিম ও তার গংদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতকরণের জন্য পিসিপি ও এইচডাব্লিউএফ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।
+ There are no comments
Add yours