কাউখালীতে মারমা তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে বিএমএসসির বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বাধা প্রদান

হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালীতে নিজ বাড়ির পিতা-মাতার সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং প্রধান আসামী ধর্ষক মোঃ ফাহিম ও তার সহযোগীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বাধা প্রধানের অভিযোগ পাওয়া গেছে।

আজ ১৯ এপ্রিল ২০২৫, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)’র বিবৃতির মাধ্যেমে উক্ত বাধা প্রধানের অভিযোগটি জানা গেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, “গত ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) কাউখালী উপজেলার আম্রং(বড়ডলু পাড়া) এ আনুমানিক রাত ১.৩০ টা নাগাদ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক আদিবাসী মারমা তরুণীকে(২০) তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে মোঃ ফাহিম নামক এক সেটেলার বাঙালি। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি), রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক ১৯ এপ্রিল ২০২৫ সকাল: ১০.০০ ঘটিকায় কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করার সিন্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত মোতাবেক আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে প্রশাসন অবগত করে যে, মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) কর্তৃক আয়োজিত সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকার মর্মে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে বাধা প্রদান করে। ফলশ্রুতিতে, বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটি প্রশাসনের বাধার মুখে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি স্থগিত করতে বাধ্য হয়।”

উল্লেখ্য যে, ধর্ষক মোঃ ফাহিমকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), রাঙ্গামাটি জেলা কমিটি রাঙ্গামাটির সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও উল্লেখ করেছে বিএমএসসি।

More From Author

+ There are no comments

Add yours