উখিয়ার পালংখালীতে রোহিঙ্গা শরণার্থী কর্তৃক এক আদিবাসী নারী ধর্ষণের চেষ্টার শিকার

হিল ভয়েস, ২০ এপ্রিল ২০২৫, উখিয়া: এবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে রোহিঙ্গা শরণার্থী কর্তৃক এক আদিবাসী চাকমা নারী(৩৫) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ধর্ষণের চেষ্টাকারী রোহিঙ্গার নাম: ছৈয়দুল ইসলাম, পিতা-সুলতান আহাম্মদ, ঠিকানা- ক্যাম্প নং-১১, ব্লক-D-4, উখিয়া উপজেলা, পালংখালী ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নিজ গ্রাম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ‘তেলখোলা চাকমা পাড়ায়’ সকালে কলাবাগানে কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় পথিমধ্যে আগে থেকে ওঁৎপেতে থাকা রোহিঙ্গা শরণার্থী ছৈয়দুল ইসলাম তাকে আটকায় এবং হাত দিয়ে তার(ভুক্তভোগীর) মুখ চেপে ধরে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে কিছুক্ষণ ধস্তাধস্তির একপর্যায়ে তার মুখ থেকে ধর্ষকের হাত সরাতে পারলে তিনি চিৎকার শুরু করেন এবং তৎক্ষনাৎ চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। সেইসাথে ধর্ষণের চেষ্টাকারী রোহিঙ্গা ছৈয়দুল ইসলামকেও তারা হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

বর্তমানে গ্রামবাসীরা মিলে তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করেছে বলে জানা গেছে।

More From Author