ইতি নয় সূচনা

পহেল চাকমা

যে প্রেমিকের হাত তোমার চুলের খোঁপায়-
গুঁজে দিয়েছিলো একগুচ্ছ ফুল।
যে প্রমিকের হাত ধরে তুমি,
রাজপথে দ্রোহের স্লোগান তুলেছিলে
সে প্রেমিকের হাতেই গর্জে উঠবে স্বয়ংক্রিয় রাইফেল।

যে প্রেমিকের চোখে চোখ রেখে-
তুমি ক্লান্তিময় দিনের কথা বলতে,
সেই চোখ একদিন হবে শার্প শুটারের চোখ।
বিধ্বস্ত রণক্ষেত্র দেখেও যে চোখ
তোমার মনে প্রেম জাগাবে।

যে প্রেমিকের বুকে মুখ গুঁজে-
তুমি নিজের সর্বস্ব দিয়েছিলে,
সে বুকেই হয়তো
বন্দুকের জলন্ত শিশা এসে মুখ গুঁজবে।

লুটিয়ে পড়া প্রেমিকের রক্তাক্ত দেহ দেখে-
বিধ্বস্ত হবে না, ভেঙে পড়বে না
বরং তুমি নতুন করে শুরু করো।
প্রেমিকের রাইফেল তুলে নিয়ে,
অধরা বিপ্লবে না-হয় তুমিই নবদিগন্তের সূচনা করো।

More From Author

+ There are no comments

Add yours