হিল ভয়েস, ২৪ এপ্রিল ২০২৫; চট্টগ্রাম: গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৬.৩০ ঘটিকায় বাঘাইছড়িতে বিঝু উৎসবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
পিসিপির চবি শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, “অপহরণের দিনে (১৬ এপ্রিল) টমটম ড্রাইভারকে ছেড়ে দেওয়া হলেও পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দেয়নি। এরপর অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে আপামর সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে।
অবশেষে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে। অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে যারা সোচ্চার ছিলেন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।”
প্রেস বার্তায় আরো বলা হয়, “বাঘাইছড়িতে বিঝু উৎসবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে টমটম ড্রাইভার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।
১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী সময়ে আলোচিত সব অপহরণকাণ্ডের জন্য সবচেয়ে বেশি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করা হয়। যেমন- ২০০১ সালে ১৬ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলার নান্যাচরে তিন বিদেশী নাগরিক অপহরণ, ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি লংগদু জেলার কাট্টলী বিল থেকে জেএসএসের ৭০ নেতা-কর্মী ও সমর্থককে অপহরণ, ২০১৩ সালের ৮ জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে টেলিটকের পাঁচ কর্মী অপহরণ ঘটনা উল্লেখ্যযোগ্য।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরবর্তীতে শাসকগোষ্ঠীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে সৃষ্ট সংগঠনগুলোর বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প পথ নেই। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়নের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা উদাত্ত আহ্বান জানাচ্ছে।”
মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপির চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।