অপহৃত চবি’র ৫ শিক্ষার্থীকে নিঃশর্তে মুক্তির আহ্বান জানিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন

হিল ভয়েস, ১৭ এপ্রিল ২০২৫, বিশেষ প্রতিবেদক: গতকাল ১৬ এপ্রিল ২০২৫ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃত ৫ জন শিক্ষার্থীকে নিঃশর্তে মুক্তির আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।

আজ (১৭ এপ্রিল) সুচিন্তা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও ছাত্রদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়- “গতকাল ১৬ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনাকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছে। গুম, খুন, হত্যা, ভাতৃঘাতী সংঘাত কিংবা অপহরণের মতো ঘটনাকে আমাদের প্লাটফর্ম সর্বদা চরমভাবে নিন্দা জানিয়েছে। ছাত্র নেতা, বিশ্ববিদ্যলয় সাধারণ শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের অপ-রাজনীতির আওতাধীন রাখা পাহাড়ের জন্য অশনি সংকেত। পাহাড়ের তরুণদের রাজনৈতিক ধ্যান ধারণার অবমূল্যায়ন না হোক। আমরা পূর্ববর্তী সময়েও পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসমূহের বৃহত্তর স্বার্থে অপরাজনীতি বন্ধ করার অনুরোধ জানিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছি এবং এই ঘটনার মাধ্যমে পূনঃরায় ঐক্যের আহ্বান জানাচ্ছি। ঐক্য ব্যতীত জুম্ম জাতির মুক্তি অসম্ভব। অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। অচিরেই দলগুলোর মধ্যকার দ্বন্দ্ব, সংঘাত বন্ধ হোক।”

More From Author