অন্তর্বর্তী সরকারের কর্মসূচিতে পার্বত্য চুক্তি অগ্রাধিকার তালিকায় রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর দিনব্যাপী গণসংযোগ সহ নানা কর্মসূচি

হিল ভয়েস, ১৭ এপ্রিল ২০২৫, ঢাকা: আগামী ১৯ এপ্রিল, শনিবার ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে অন্তর্বর্তী সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অগ্রাধিকার তালিকায় রাখার দাবিতে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা রয়েছে বলে জানা গেছে।

উক্ত কর্মসূচি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যায় উত্তরাতে গিয়ে দিনব্যাপী চলা এই গণসংযোগের সমাপ্তি টানা হবে বলেও জানা গেছে।

গণসংযোগ চলাকালীন সময়ে ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। প্রথম পথসভাটি হবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। এরপর প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেইট , মিরপুর-১০ ও উত্তরার রাজলক্ষ্মীতে পথসভা করা হবে। দিনব্যাপী কর্মসূটির রুটটি হচ্ছে, বাহাদুর শাহ পার্ক-প্রেসক্লাব-টিএসসসি-শাহবাগ-ফার্মগেইট-শ্যামলী-মিরপুর(১)-মিরপুর(১০)-ইসিবি চত্ত্বর- বিমানবন্দর-উত্তরা।

পথসভাগুলোতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফন্ট, বিসিএল-এর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ সংহতি জানাবেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এক যুক্ত বিবৃতিতে ১৯ এপ্রিল শনিবার ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য রাজধানীবাসীকে আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন।

More From Author

+ There are no comments

Add yours