দীপায়ন খীসা
সুহাস বাবু আর সঞ্চয় চাকমা, আর কত লাজ লজ্জার মাথা খাবি। ওস্তাদ সুহাস চাকমা ও শিষ্য সঞ্চয় চাকমার ক্রমাগত মিথ্যাচার। ওস্তাদ সুহাস চাকমা ও শিষ্য সঞ্চয় চাকমার সুইজারল্যান্ডে সাক্ষাৎ হয়েছে। ওস্তাদ আর শিষ্যের এই মিলনে বেশ কিছু বর্জ্য উৎপন্ন হয়েছে বলে তারা দুজনেই ঘটা করে প্রচারও করা শুরু করেছে।
তার মধ্যে একটি বড় ডাহা মিথ্যা হচ্ছে সুহাস চাকমার ক্যাম্পেইন-এর কারণে বাংলাদেশের ঢাকায় জাতিসংঘ বিষয়ক মানবাধিকার কমিশনের অফিস করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন সম্মতি দিয়েছে। সেটা ওস্তাদ সুহাস চাকমা ও শিষ্য সঞ্চয় চাকমা বেশ ঘটা করে প্রচার করা শুরু করেছে।
তাদের এই মিথ্যা প্রচারে স্বয়ং গোয়েবলস সাহেবও বেঁচে থাকলে লজ্জায় মুখ লুকাতেন। কারণ ওস্তাদ সুহাস চাকমা ও শিষ্য সঞ্চয় চাকমার ক্রমাগত মিথ্যাচারে গোয়েবলস মহোদয়কে বহু আগেই অতিক্রম করে গিয়েছেন।
বাংলাদেশের ঢাকায় জাতিসংঘ বিষয়ক মানবাধিকার কমিশনের অফিস চালুর বিষয়টি প্রথম সংবাদ মাধ্যমে আসে বিগত ২০২৪ এর ২৯ অক্টোবর। দৈনিক কালের কন্ঠ ২৯ অক্টোবর ২০২৪, অনলাইন শিরোনাম “ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়” সংবাদ প্রকাশ করা হয়।
উক্ত সংবাদে বলা হয়েছে- “জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। এটি চালু হলে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি সেগুলো তদন্ত করতে পারবে। মঙ্গলবার পুরে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এ সময় অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।”
উক্ত সংবাদে বুঝা যায়, মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত গত বছর অক্টোবরে হয়েছে। আর চলতি মার্চ মাসে সুহাস ও সঞ্চয় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেই দাবি করছে, তাদের ক্যাম্পেইনের ফলে ঢাকায় মানবাধিকার অফিস স্থাপন হতে যাচ্ছে। কি জঘন্য মিথ্যার বেসাতি!
শুধু তাই নয়, La Voix des Jummas কর্তৃক গত ২৮ ফেব্রুয়ারি জেনেভায় আয়োজিত প্রতিবাদ সমাবেশটি তাদের তথাকথিত GAIPCHT-এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল বলে দাবি করে সুহাস বাবু ও সঞ্চয় চাকমা। পরে La Voix des Jummas পক্ষ থেকে উক্ত সমাবেশের আয়োজক সংগঠন GAIPCHT নয় বলে সুস্পষ্ট করে দিলে সুহাস বাবু ও সঞ্চয় চাকমার ঢোল একেবারে ফেটে যায়। এই হলো তাদের বেসাতি চরিত্র।
তা সুহাস বাবু আর সঞ্চয় চাকমা, তোরা এবার থামরে বাপ। আর কত লাজ লজ্জার মাথা খাবি। এবার তোরা একটু থাম। বিস্তারিত কমেন্ট বক্সে নিউজ লিংক দেওয়া আছে।