হিল ভয়েস, ২৮ মার্চ ২০২৫, বান্দরবান: গত ২৬ মার্চ ২০২৫ বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা সদরের সাংগ্রাই উদযাপনের জন্য সাংগ্রাই উদযাপন কমিটির সদস্যরা রুমা সেনানিবাসে দেখা করতে গেলে সেসময় বমদের মতো মারমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে রুমা জোনের ৩৬ বীর রেজিমেন্টের টুআইসি মেজর মেহেদি সরকার হুমকি দেন।
টুআইসি মেজর মেহেদি সরকারের অভিযোগ হচ্ছে মারমা পাড়ায় চাঁদাবাজি হচ্ছে। কিন্তু কেউ আর্মীদের জানাচ্ছে না। তাই বমদের মতো মারমাদের বিরুদ্ধেও দমন-পীড়ন চালাতে হবে। সেসময় রুমার ঠান্ডাঝিড়ি ও পানতলা পাড়ায় পরিবার সংখ্যা তা জিজ্ঞাসা করেন মেজর মেহেদি সরকার।
এরপর ২৭ মার্চ ২০২৫ হঠাৎ সকাল ১১টার দিকে রুমা সেনানিবাস থেকে মেজর মনিরের নেতৃত্বের তিনটা বোটে করে ২৪ জনের একটি সেনাদল রুমা অগ্রবংশ অনাথালয় পরিচালক নাইনদয়িা ভান্তে ও ১নং পাইন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার অংসাপ্রু মারমাকে নিয়ে রুমার পানতলা পাড়ায় আসে। সেখানে এসে পানতলা পাড়ায় গিয়ে কার্বারীকে জিজ্ঞাসাবাদ করে সেনা সদস্যরা চলে যায়।
বমদের মতো মারমাদের বিরুদ্ধেও দমন-পীড়ন চালাতে হবে বলে সেনাবাহিনীর হুমকি দেয়ায় এলাকায় মারমাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো কেএনএফের মতো সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরি নাই কিংবা পৃথক রাজ্য দাবি করি নাই। তাই আমাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনী দমন-পীড়ন করবে বলে তিনি প্রশ্ন রাখেন।