বরকলের সুবলঙে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে এক প্রত্যাগত জেএসএস সদস্য নিহত, আহত ১

হিল ভয়েস, ১৩ মার্চ ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (১২ মার্চ) রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর এক প্রত্যাগত সদস্য নিহত এবং অপর একজন গ্রামবাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত প্রত্যাগত জেএসএস সদস্যের নাম কমল বিকাশ চাকমা (৪৯), পীং-মৃত জগন্নাথ চাকমা, গ্রাম-রূপবান, ৮নং ওয়ার্ড, সুবলং ইউনিয়ন। আহত ব্যক্তির পরিচয় বিমল কান্তি চাকমা (৪২), পীং-মহারাজ চাকমা, গ্রাম-পাগলী ছড়া, ১নং ওয়ার্ড, ৭নং লংগদু সদর ইউনিয়ন, লংগদু উপজেলা।

স্থানীয় সূত্র জানায়, গতকাল, বিকাল আনুমানিক ৫টার দিকে, প্রত্যাগত জেএসএস সদস্য কমল বিকাশ চাকমা একটি ট্রলার বোট দিয়ে স্থানীয় রূপবান বাজারে বাজার করতে যায়। এসময় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী দলের কমান্ডার বোধিসত্ত্ব চাকমার (৪০) নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র দল বাজারে আসা কমল বিকাশ চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই কমল বিকাশ চাকমা নিহত হন। এছাড়া এসময় তার পাশে থাকা বিমল কান্তি চাকমা গুরুতর আহত হন।

হামলার পরপরই ইউপিডিএফের সন্ত্রাসীরা নিহত কমল বিকাশ চাকমার ট্রলার বোটটি নিয়ে লংগদুর দিকে চলে যায়।

হামলায় নেতৃত্বদানকারী বোধিসত্ত্ব চাকমার পিতার নাম অশ্বথামা চাকমা, বাড়ি লংগদু ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য খাড়িকাবা গ্রামে বলে জানা গেছে। হামলাকারীদের মধ্যে চিহ্নিত অন্যান্য সন্ত্রাসীরা হল- শুভ রঞ্জন চাকমা ওরফে গুল্য (৪৫), পিতা-মৃত পুনংচান চাকমা, গ্রাম-পেত্যছড়ি, ৮ নং ওয়াড, ১নং সুবলং ইউনিয়ন; রিনেল চাকমা ওরফে বাংলাকানা (৩৫), পীং-চন্দ্র ধ্বজ চাকমা, গ্রাম-উত্তর উকছড়ি, ৭ নং ওয়ার্ড, সুবলং ইউনিয়ন; বিপ্লব চাকমা (৩৫), পিতা-লক্ষি কুমার চাকমা, গ্রাম-উত্তর উক ছড়ি, ৭ নং ওয়াড, সুবলং ইউনিয়ন।

More From Author