নারীদেরকে সমমর্যাদা ও সমঅধিকার দিতে হবে: চট্টগ্রামে মহিলা ঐক্য পরিষদের সম্মেলনে বক্তারা

হিল ভয়েস, ৮ মার্চ ২০২৫, চট্টগ্রাম: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাদপন উপলক্ষে থিয়েটার ইনিস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি রমা বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপালী ভট্টাচার্য। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যদ্বয় সাংবাদিক বাসুদেব ধর, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শুভ্রদেব কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী। এতে সম্বর্ধিত অতিথি ছিলেন মঞ্জু ধর, অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী, শিক্ষিকা আলো সরকার, অধ্যাপিকা রত্মা বড়ুয়া।

শান্তা ভট্টাচার্য ও গৌতম দাশের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন রূপসী দাশ, অধ্যাপক নীলমনি শর্মা, অ্যাডভোকেট সুমন সরকার, শিল্পী মিত্র প্রমুখ।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দীতে এসে ও বাংলাদেশে জাতিগত ও ধমীর্য় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ অধিকারহারা। চাকরি, প্রশাসন, ব্যবসাসহ সকল বিভাগে সংখ্যালঘু নারীরা আজ পিছিয়ে আছে। এ’ দেশকে উন্নতির শিখরে নিতে গেলে অবশ্যই নারীদের সুশিক্ষিত করার সুযোগসহ সকল ধরণের বৈষম্য বিলোপ করে, তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে প্রাপ্য অধিকার দিতে হবে। সহিংসতা এড়িয়ে শান্তি প্রতিষ্ঠায় খুন, ধর্ষণসহ সকল ধরনের সন্ত্রাস, অরাজকতা, বন্ধের নিশ্চয়তায় ইতিবাচক পদক্ষেপ সরকার গ্রহণ করলেই এদেশের ধমীর্য় ও জাতীগত সংখ্যালঘু জনগোষ্ঠী তথা পাহাড়ি জনগণের অধিকার সুরক্ষিত হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

পরে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে রমা বৈদ্যকে প্রধান উপদেষ্টা, রূপসী দাশকে সভাপতি ও দীপু সেনকে সাধারণ সম্পাদক করে তিন বৎসরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
ইতোপূর্বে সীমা দাশ, শান্তা সেন, শাপলা চৌধুরী মুন্নীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়।

More From Author