হিল ভয়েস, ১৯ মার্চ ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (১৮ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগী ছড়া ইউনিয়ন থেকে এক আদিবাসী জুম্মকে আটক করে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সারারাত আটক রেখে মারধরের পর আজ (১৯ মার্চ) ওই জুম্মকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই জুম্মর নাম উজ্জ্বল চাকমা, পীং-রবিচন্দ্র চাকমা, গ্রাম-থাচি, ৬নং ওয়ার্ড, জুরাছড়ি সদর ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ, জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্কাবাজার সেনা ক্যাম্পের দায়িত্বরত এক সুবেদার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলা সদর এলাকা থেকে উজ্জ্বল চাকমাকে আটক করে। উজ্জ্বল চাকমা এসময় ট্যাক্সি যোগে তার এক আত্মীয় বাড়ি থেকে বনযোগীছড়া থেকে বাড়িতে ফিরে আসছিলেন।
সেনা সদস্যরা এসময় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশি করে কোনো কিছু না পেয়েও সেনা সদস্যরা উজ্জ্বল চাকমাকে আটক করে সেনা যক্কা বাজার ক্যাম্পে নিয়ে যায়।
ক্যাম্পে সারারাত আটক রেখে নির্যাতন করে আজ সকাল ১০টার দিকে সেনাসদস্যরা উজ্জ্বল চাকমাকে জুরাছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করে।