জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই জুম্ম গ্রামবাসী আটক

হিল ভয়েস, ২২ মার্চ ২০২৫, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি এলাকা থেকে দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আটকের শিকার গ্রামবাসীদের নাম ১. নীরব চাকমা (২০), পীং-বায়ন চাকমা, গ্রাম-বহেরাছড়ি, ১নং ওয়ার্ড, বনযোগীছড়া ইউনিয়ন ও ২. ইন্দু চাকমা(২৫), পীং-শিশুমনি চাকমা, গ্রাম-শালবাগান, ৬নং ওয়ার্ড, জুরাছড়ি ইউনিয়ন। পেশায় উভয়ই জুমচাষী ও মজুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২২ মার্চ ২০২৫, সকাল ৫টায় উপজেলা বনযোগীছড়া সেনা জোনের অধীন শীলছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার মুসলিম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতুলী পাড়া গ্রাম থেকে উক্ত দুই জুম্মকে আটক করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত দুই গ্রামবাসীকে শীলছড়ি সেনা ক্যাম্পে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।

গ্রামের মুরুব্বিরা গ্রামবাসীদের মুক্তির জন্য সেনা ক্যাম্পে গেছেন বলে জানা গেছে।

More From Author