হিল ভয়েস, ৯ মার্চ ২০২৫, চট্টগ্রাম: গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী অধিকার নিশ্চিত করুন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করুন” এই শ্লোগানটি সামনে রেখে আদিবাসী মহিলা ফোরাম, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিকাল ৫ ঘটিকার সময় ব্যারিস্টার কলেজ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আদিবাসী মহিলা ফোরামের সভাপতি চিজিপুদি চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আদিবাসী মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক অর্শি চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি জগৎ জ্যোতি চাকমা।
আলোচনা সভায় জগৎ জ্যোতি চাকমা বলেন, আজ বিশ্ব নারী দিবস। সমাজ তথা জাতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারী ও পুরুষ সমান তালে আন্দোলন মুখী হওয়া একান্ত প্রয়োজন। সমাজে প্রতিনিয়ত নারীর অধিকার হরণ করা হচ্ছে -এই বিষয়গুলো যদি নারী সমাজ অনুধাবন করতে নাপারে এবং নারী-পুরুষ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে আগামী দিনগুলোতে সমাজ আরো বেশি বিপদে পতিত হওয়ার সম্ভাবনা বেশি।
নারী সমাজকে প্রতিনিয়ত বিভাজন করা হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজ পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে জুম্ম নারী সমাজ, যুব সমাজ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। এখানে প্রতিনিয়ত বৈষম্য, হেনস্তার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। সেই কারণে সকলকে সচেতন হতে হবে। নারী দিবস সফল হোক স্বার্থক এই কামনা জানিয়ে এবং পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে অধিকতর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
বিশেষ অতিথি ডিশান তঞ্চঙ্গ্যা বলেন, আজ ৮ই মার্চ, আজকের দিনটি নারীদের দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। এখনো নারী সমাজ প্রতিনিয়ত নানান জায়গায় হেনস্তা ও বৈষম্যের শিকার হচ্ছেন। আজকে আমাদের জুম্ম সমাজের নারীদের অবস্থা নিয়ে আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের জুম্ম নারীরা কোথায় আছি! আমদের নারীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা প্রশ্ন থেকে যায়।
আমাদের সমাজে প্রতিনিয়ত নারীদের অধিকার হরণ হচ্ছে, নানান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং আমাদের চুপ করে বসে থাকলে হবে না, আমাদের নারীদের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং আমি মনেকরি একমাত্র পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়েই জুম্ম নারীদের অধিকার প্রতিষ্ঠা পাবে। আমি সকলকে নারী, পুরুষ সম্মিলিতভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
বিশেষ অতিথি সোনাবী চাকমা বলেন, নারীরা প্রত্যেক জায়গায় অবহেলিত, বঞ্চিত। নানান জায়গায় বৈষম্যের শিকার। নারীদের মজুরি কম। নারী সমাজকে প্রত্যেক অন্যায় কাজকে প্রতিরোধ করতে হবে। আগামী দিনে নারী সমাজ পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে পারে সেই আশা ব্যক্ত করেন তিনি।
সভাপতি চিজিপুদি চাকমা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। আমাদের নারী সমাজের সকলকে এক হয়ে অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। আমরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি, নানান ভাবে হেনস্তার শিকার হচ্ছি। এই বৈষম্য ও হেনস্তা থেকে মুক্তি পেতে আমাদের সকলকে সংগ্রামী হতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে সকল স্তরের নারী সমাজের অধিকার প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় এবং আগামী দিনে আদিবাসী মহিলা ফোরামের সাথে থাকার আহ্বান জানিয়ে তার বক্তব্য ও আলোচনা সভাটি সমাপ্ত ঘোষণা করেন।