সাজেক পর্যটন অগ্নিকান্ডে লুসাই ও ত্রিপুরাদের ৩৫টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত

হিল ভয়েস, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনে ভয়াবহ এক অগ্নিকান্ডে লুসাই জনগোষ্ঠীর ১৬টি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি মোট ৩৫টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।

এ ছাড়া উক্ত ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩৫ টি কটেজ ও রেস্টুরেন্ট ভস্মীভূত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।

সোমবার দুপুরে ইকুপ ভ্যালি নামের একটি কটেজ থেকে সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয় এবং পরপর পাশের একাধিক পরিবারের ঘরবাড়ি, কটেজ ও রেস্টুরেন্টে ক্রমাগত আগুন ছড়িয়ে পড়ে বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক জনপ্রতিনিধি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির একজন দায়িত্বশীল ব্যক্তি হিল ভয়েসকে জানান, ‘ফাল্গুন  মাসের বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুই পাশের কটেজগুলো এবং লুসাই ও ত্রিপুরাদের ঘরবাড়িগুলো ক্রমান্ময়ে একের পর এক আগুন ধরে ভস্মিভূত হয়।

প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং আদিবাসীদের জ্ঞান অনুসারে ফাঁক ফাঁক করে ঘরবাড়িগুলো নির্মাণ করলে এই অগ্নিকান্ডে এত ক্ষতিগ্রস্ত হতো না বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। প্রকৃতিকে অস্বীকার করে ও আদিবাসী জ্ঞানকে উপেক্ষা করে এ ধরনের বস্তির মতো ঘরবাড়ি ও কটেজ নির্মাণের ফলে এই অগ্নিকান্ডে এত ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন।

এই অগ্নিকান্ডের ফলে হতদরিদ্র ত্রিপুরা ও লুসাই পরিবারগুলো এখন গৃহহীন পড়েছে। পরনের কাপড় ব্যতীত কোনো কিছুই তারা রক্ষা করতে পারেনি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা ও লুসাই জনগোষ্ঠীর পরিবার প্রধানের নাম নিম্নে দেয়া গেল-

ত্রিপুরা সম্প্রদায়ের তালিকা ও নাম: ১) মিঠুন ত্রিপুরা; ২) ববিন ত্রিপুরা; ৩) মঞ্জিরি ত্রিপুরা; ৪) জসিম ত্রিপুরা; ৫) খুশি রাম ত্রিপুরা; ৬) বিশ্ব বাবু ত্রিপুরা; ৭) রঞ্জন ত্রিপুরা; ৮) মুখ সে ত্রিপুরা; ৯) সুমন ত্রিপুরা; ১০) রসরঞ্জন ত্রিপুরা; ১১) জাপান মালা ত্রিপুরা; ১২) সুতো মনি ত্রিপুরা; ১৩) ডব লাল ত্রিপুরা; ১৪) ধন বাবু ত্রিপুরা; ১৫) সন্তোষ ত্রিপুরা; ১৬) বীরবসু ত্রিপুরা; ১৭) কই মিনি ত্রিপুরা; ১৮) গালাং ত্রিপুরা এবং ১৯) কইরি ত্রিপুরা।

লুসাই সম্প্রদায়ের তালিকা ও নাম: ১) জেরি লুসাই; ২) জামই বুড়া লুসাই; ৩) যে মা লুসাই; ৪) মান হুন লুসাই; ৫) রেংগা লুসাই; ৬) চাওয়া লুসাই; ৭) বাল ভুয়ান লুসাই; ৮) জামা লুসাই; ৯) মারুয়াটি লুসাই; ১০) সেনি লুসাই; ১১) মাম্পুই লুসাই; ১২) থানা লুসাই; ১৩) নাইজওয়ালা লুসাই; ১৪) ওয়া তুই রাম লুসাই; ১৫) তন লুইয়া লুসাই; এবং ১৬) ডেভিড লুসাই।

More From Author