রাঙ্গামাটি সদর উপজেলায় হয়রানিমূলক সেনা টহল অভিযান

হিল ভয়েস, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন মগবান, জীবতলী, বালুখালী ও বন্ধুকভাঙ্গা ইউনিয়নে ব্যাপকহারে সেনাবাহিনীর টহল ও তল্লাসী অভিযান বৃদ্ধি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ করে মগবান, বালুখালী, জীবতলী ইউনিয়নের গরগয্যাছড়ি, গুরুহাবা, কুকিছড়া, পেরেছুছড়া, পেরাছড়া, ওগোয়াছড়ি মারমা পাড়া এলাকায় প্রতিদিন টহল ও তল্লাসী অভিযান চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় গবঘোনা সেনা ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার সুবেদার মো: রহিম এর নেতৃত্বে ১০ জনের একটি সেনা টহল দল গরগয্যাছড়ি এলাকায় জুরাছড়ি জোন কতৃক নিয়ন্ত্রিত পরিত্যক্ত একটি ক্যাম্পের জায়গা পরিদর্শন করতে যায়। এরপর গরগয্যাছড়ি গ্রামের দীপংকর চাকমা (৫৩), পীং- মৃত সুর্য্য কুমার চাকমাকে জোরপূর্বক কুকিছড়া পাড়ায় নিয়ে যায়। এরপর কুকিছড়া পাড়ার অজয় চাকমা (৬২) কাছ থেকে বালুখালী যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে। পরে সেনা টহল দলটি দীপংকর চাকমাকে জ্ঞান লাল চাকমার দোকান ঘাটে নিয়ে ছেড়ে দেয় বলে জানা যায়।

এরপর, গত ১২ ফেব্রুয়ারি পেরাছড়া এলাকায় বিকাল ৩ টার সময় গরু চরাতে গিয়ে এক রাখাল প্রায় ৬০ জন সেনা সদস্যকে জঙ্গলে অবস্থান করছে দেখে আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে আছে। ঐদিনই সেনাসদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে রাত ১২ টা পর্যন্ত আশেপাশের জুম্ম অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক তল্লাসী চালায় ও গ্রামবাসীদের নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে। তবে উক্ত সেনাদলটি কোন ক্যাম্প থেকে এসেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও, জুরাছড়ির জোন কমান্ডার মোঃ ইসহাক রাজমনি পাড়া ক্যাম্পে অবস্থান কালে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ২ টায় রাজমনি পাড়া সেনা ক্যাম্প থেকে সুবেদার মোঃ আজাদ এর নেতৃত্বে ১৭ জনের একটি সেনা টহল দল গরগয্যাছড়ি এলাকার একটি পরিত্যক্ত বিদ্যালয়ে অবস্থান করে। পরে সেখান থেকে আশেপাশের এলাকাগুলোতে টহল অভিযান পরিচালনা করে।

More From Author