হিল ভয়েস, ৮ ফেব্রুয়ারি ২০২৫, বান্দরবান: বান্দরবানের আলীকদমে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি (আলীকদম)।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫.৩০ টার সময় আলীকদম সদর ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে। তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস তল্লাশি করে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
গোপন সূত্রে জানা যায়, বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় জনপ্রতি ৮ হাজার টাকার বিনিময়ে প্রথমে পাহাড় ভাঙা পাড়া ও মাছকুম পাড়া হয়ে মেনলে পাড়া এলাকায় পৌঁছানো হয় তাদের। সেখান থেকে সিন্দু ও নিন্দু পাড়া হয়ে পোয়া মুহুরীতে পৌঁছে সবাইকে বাংলাদেশিদের মতো কাপড় পরানো হয়। পরে পোয়ামুহুরী হয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী হয়ে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয় এসব মিয়ানমার নাগরিকদের।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি পৃথক অভিযানে কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বান্দরবানে অনুপ্রবেশ কালে ৮১ জন, ১১ জানুয়ারি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে ৫৮ জন ও শনিবার সর্বশেষ ৩৩ জন’সহ এই তিন দফায় আলীকদম থেকে ১৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।