নান্যাচরে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম বাড়ি ভস্মীভূত

হিল ভয়েস, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার নান্যাচর (নানিয়ারচর) উপজেলার বগাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্মর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় নানিয়াচরের বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার ভূইয়ো আদাম কৈলাশ পাড়ায় সেটেলার বাঙালিরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

ভুক্তভোগী ওই জুম্মর পরিচয় মন্টু চাকমা (৩৭), পীং-রাজচন্দ্র চাকমা।

ছবি : ভুক্তভোগী পরিবার

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আজ ভোরে ভুক্তভোগী পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে গেলে সেই সুযোগে একদল সেটেলার বাঙালিরা বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।

জানা গেছে, এসময় বাড়িতে রাখা ওই জুম্মর গরু বিক্রি করে পাওয়া এক লক্ষ ৩০ হাজার টাকা সেটেলাররা হয় লুট করে নিয়ে যায় অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া কলেজ পড়ুয়া এবং নবম ও ৫ম শ্রেণিতে পড়ুয়া সন্তানদের বইপত্র, জন্মনিবন্ধন সনদপত্র সহ বহু প্রয়োজনীয় দলিল পুড়ে যায়।

ভুক্তভোগী মন্টু চাকমার অভিযোগ, বেশ কিছু দিন ধরে পার্শ্ববর্তী এলাকার কয়েকজন সেটেলার মুসলিম বাঙালি ভূমি বেদখলের উদ্দেশ্যে তাকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে মোবাইলে হুমকি দিয়ে আসছে। মন্টু চাকমার ধারণা, সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে সেটেলার বাঙালিরা তার বাড়িটি পুড়িয়ে দিয়েছে।

বিভিন্ন সময়ে মন্টু চাকমাকে হুমকি প্রদানকারী সেটলাররা হলেন- ১. মোঃ জাহাঙ্গীর শেখ (৪২), পিতা-মসলিম শেখ, ঠিকানা- বগাছড়ি ১নং ওয়ার্ড, বুড়িঘাট ইউনিয়ন; ২. আলিম শেখ (৩৫), পিতা ও ঠিকানা-ঐ; ৩. বাবুল আক্তার (৬০) পিতা-অজ্ঞাত ও ৪. সবুজ (৫০), পিতা-অজ্ঞাত।

More From Author