লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

হিল ভয়েস, ২৪ জানুয়ারি ২০২৫, বান্দরবান: আজ ২৪ জানুয়ারি ২০২৫ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের যৌথ উদ্যোগে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙঝিরি ত্রিপুরা পাড়ার ভূমিদস্যুদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মোট ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, সায়েন্টিফিক ক্যালকুলেটর, নরম্যাল ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, খাতা (যাতে পুরো বছরটি ব্যবহার করতে পারে) কলম (যাতে পুরো বছরটি ব্যবহার করতে পারে), রঙের বক্স, রঙের খাতা, পেন্সিল, স্কেল, রাবার, কাটার, ফাইল প্রভৃতি।

এ সময় পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, এইচডব্লিউএফর সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৪ সালের ২৪ ডিসেম্বর অর্থাৎ বড় দিনের ঠিক একদিন পূর্বে একদল ভূমিদস্যু দূর্বৃত্ত এসে খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এই অগ্নিসংযোগের ফলে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করে। সেই টিন দিয়ে কোনরকম অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছেন।

নানা সময় অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করলেও শিক্ষার্থীদের জন্য পূর্বে কেউ কোন সহযোগিতা পাওয়া যায়নি।

উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

More From Author