হিল ভয়েস, ১৪ জানুয়ারি ২০২৫, রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী, মগবান ও জীবতলী ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক ব্যাপক সেনা টহল ও তল্লাসি অভিযান পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
হিল ভয়েসের প্রতিনিধি জানায়, গত ১২ জানুয়ারি দুপুর ১২.৩০ টার সময় রাঙ্গামাটি বালুখালী ইউনিয়নের রাজমনি পাড়া সেনা ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আজার-এর নেতৃত্বে ১৭ জনের একটি সেনাদল বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা নিম্ন মাদমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সেখান থেকে সন্ধ্যা ৬:৩০ টায় কাইন্দ্যা দৌজরী পাড়া গ্রামে আর্সেন্টু চাকমার দোকানে ও দোকানের আাশেপাশে তল্লাসী চালায়। এরপর সন্ধ্যা ৭ টার সময় কাইন্দ্যা বসন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাত্রি যাপনের জন্য অবস্থান নেয়।
পরদিন ১৩ জানুয়ারি সকাল ৯ টায় সময় এগোজ্যাছড়ি পাড়ায় টহল অভিযান পরিচালনা করে আবার বিদ্যালয়ে ফিরে এসে অবস্থান নেয়। পরে দুপুর ১:৩০ টার সময় সেনাসদ্যরা ক্যাম্পে ফিরে যায়।
এদিকে, গত ১২ জানুয়ারি সকাল ১০ টার সময় মগবান ইউনিয়নের ঘবগোনা সেনা ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ গফুর এর নেতৃত্বে ১১ জন ও জীবতলী সেনা সাব জোনের ১০ বেঙ্গল এর সেনা ক্যাম্প থেকে সুবেদার মোঃ জনৈক এর নেতৃত্বে ১৪ জনের আরেক দল সেনা সদস্য মগবান ইউনিয়নের গরগয্যাছড়ি, গরুহাবা, খুকিছড়া ও আশেপাশে এলাকায় সেনাসদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে ব্যাপক তল্লাসি অভিযান চালায়।
তল্লাসি অভিযান চালানোর পর বিকাল ৪ টার সময় জীবতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পেরেছুছড়া মুখ স্বাস্থ্য ক্লিনিক ও ছলায় প্রু মারমার দোকানের পাশে পাড়া কেন্দ্রে সেনাসদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে অবস্থান নেয়। এরপর সন্ধ্যা ৬ টার সময় পুনরায় গরুহাবা মুখ হয়ে একই স্থানে টহল ও তল্লাসি অভিযান পরিচালনা করে।
অভিযানের পর রাত ৮:৩০টায় ফিরে ক্লিনিক ও পাড়া কেন্দ্রে রাত্রিযাপনের পরদিন ১৩ জানুয়ারি সকালে সেনা সদস্যরা স্ব স্ব ক্যাম্পে ফিরে যায়।