হিল ভয়েস, ১১ জানুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের জায়গা দখল করে সেনাক্যাম্প নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি রাঙ্গামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নে নান্যাচর জোনের নিয়ন্ত্রণাধীন খারিক্ষ্যং সেনা ক্যাম্প থেকে ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফ এর নেতৃত্বে ২০ জনের একটি সেনাদল ভাবনা কেন্দ্রে যায়। এসময় ক্যাম্প স্থাপনের জন্য যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র কুটির সংলগ্ন কুটিরের চৌহদ্দির ভেতরে এক একর জায়গা জোরপূর্বক পরিষ্কার করে।
এতে উক্ত ভাবনা কেন্দ্রের জায়গায় থাকা আম গাছ, অষ্ট্রেলিয়ান গাছ ও সুপারি গাছসহ মোট ৩০০ টি গাছ কেটে দেয়। ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও স্থানীয় জনগণ বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাদলটি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
এছাড়াও গত ২৮ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রায় ১০০-২০০ জন সেনাদল মারীমোন, মোনো আাদাম, যমচুগ তিনটি এলাকায় অবস্থান নেয়। এসময় তারা আশেপাশের এলাকাগুলোতে টহলের নামে নানা ধরনের হয়রানি করার অভিযোগ পাওয়া যায়।
আরো জানা যায়, গত ৬ ও ৮ জানুয়ারি ২০২৫, একটি সেনাদল বিনানুমতিতে ভাবনা কেন্দ্রের রান্নাঘরে জোরপূর্বক দুইদিন রাত্রি যাপন করে। এছাড়াও মালামাল বহনের জন্য ভাবনা কেন্দ্রের ব্যবহৃত গাড়িটি খোঁজ নেয়।
বৌদ্ধ বিহারের জায়গা জোরপূর্বক দখল করে ক্যাম্প স্থাপনের উদ্যোগে স্থানীয় বৌদ্ধ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে।