মধ্যযুগীয় কায়দায় ইউপিডিএফ এখন জনগণকে বেগার খাটাতে বাধ্য করে

হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৫, বিশেষ সংবাদদাতা: রাজীব গান্ধী চাকমা নামে এক কমান্ডারকে দিয়ে ইউপিডিএফ নিরীহ গরীব জনগণকে বেগার খাটাতে বাধ্য করে হলুদ, আদা ইত্যাদি চাষ করছে ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। রাজীব গান্ধী চাকমা বর্তমানে ইউপিডিএফের সাজেক এলাকার দায়িত্বে রয়েছেন।

আশি-নব্বই এর দশকে বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এই কাজটিই করতো। তারা সেনাক্যাম্প তৈরি করার জন্য জঙ্গল পরিস্কার করা, সেনাক্যাম্পের জন্য গাছ, বাঁশ সংগ্রহ করা, ক্যাম্প নির্মাণ করা, ক্যাম্পের আশপাশ এলাকা ও রাস্তার দু’ধারের জঙ্গল পরিস্কার করা ইত্যাদি কাজ বিনা পারিশ্রমিকে করতে বাধ্য করতো নিরীহ জুম্মদেরকে। তবে বান্দরবান জেলার বিভিন্ন ক্যাম্পে এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বেগার প্রথা এখনো চালু রয়েছে।

সেনাবাহিনীর সেই একই কাজ বর্তমানে ইউপিডিএফ যথাযথভাবে প্রতিপালন করছে। এই হলো ইউপিডিএফ নামক বিপ্লবী দলের বিপ্লবী কাজের নমুনা।

হলুদ-আদা চাষ করার জন্য জঙ্গল কাটা, জঙ্গল পুড়িয়ে দেওয়া ও পরিস্কার করা, আদা-হলুদ লাগানো, বছরব্যাপী আগাছা পরিষ্কার করা, পরিপক্ক হলে আদা-হলুদ তোলা ও পরিবহন করা ইত্যাদি কাজের জন্য সাজেকবাসী নিরীহ জনগণকে বেগার খাটাতে বাধ্য করছে এই ইউপিডিএফ কমান্ডার এই রাজীব গান্ধী চাকমা।

আদা-হলুদ ইত্যাদি উৎপাদনের পাশাপাশি তিনি তিল, আদা-হলুদ, মরিচ ব্যবসাও করেন। সাজেক এলাকায় তিনি কোন জুম্ম ব্যবসায়ীকে ব্যবসা করতে দেন না, যাতে তিনি সাজেকবাসীর নিকট থেকে কম দামে আদা, হলুদ, তিল, মরিচ ইত্যাদি ক্রয় করতে পারে। এভাবে ইউপিডিএফ কমান্ডার রাজীব গান্ধী চাকমা সাজেক এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে নিরীহ ও গরীব জুম্মদের বঞ্চনা ও নিপীড়ন করে চলেছে।

More From Author