বিসিএস নতুন গেজেট বৈষম্যমূলক, অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি ঐক্য পরিষদের

হিল ভয়েস, ১ জানুয়ারি ২০২৫, ঢাকা: ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্যে প্রথম দফায় গেজেটভুক্ত ১৬৮ জনের নাম বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় যে নতুন গেজেট প্রকাশ করেছে তার মধ্যে ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের।

বুধবার (১লা জানুয়ারি) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ কর্তৃক সংবাদ মাধ্যমে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রকাশিত এ গেজেটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, এহেন গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ যে হীন মানসিকতার স্পষ্টত প্রতিফলন হয়েছে তা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্খার সম্পূর্ণ পরিপন্থী।

সংবাদপত্রে প্রকাশার্থে পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে অনতিবিলম্বে বৈষম্যপূর্ণ গেজেট প্রত্যাহার করে ৪৩তম বিসিএস’র বাদপড়া সকলকে অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারির জন্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়েছে।

More From Author