বিলাইছড়িতে সেনাবাহিনীর ব্রাশফায়ার, বাড়ি তল্লাসি

হিল ভয়েস, ৩ জানুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের রোয়াপাড়াছড়া গ্রামে গিয়ে সেনাবাহিনীর একটি দল অতর্কিত ও বেপরোয়াভাবে ব্রাশ ফায়ার করে এবং দুই জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্রাশ ফায়ারে আশেপাশের জুম্ম গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীন ফারুয়া ইউনিয়নের ফারুয়া সাব জোনের জনৈক ল্যাফটেন্যান্ট এর নেতৃত্বে একটি সেনাদল এবং তক্তানালা সেনা ক্যাম্প থেকে সুবেদার সাইফুল এর নেতৃত্বে আরেকটি সেনাদল রোয়াপাড়াছড়া গ্রামে গিয়ে অতর্কিতে ও বেপরোয়াভাবে ব্রাশ ফায়ার করে। এতে আশেপাশের জুম্ম গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর পরপরই সেনা সদস্যরা রোয়াপাড়াছড়া গ্রামে টহল অভিযান চালায়। এসময় সেনা সদস্যরা দুই জুম্ম গ্রামবাসীরা বাড়িতে ব্যাপক তল্লাসি অভিযান চালায় এবং বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়।
ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন- কমল চাকমা (৪২), পীং-অজ্ঞাত এবং মৃগ তঞ্চঙ্গ্যা (৩৮), পীং-অজ্ঞাত।

More From Author