বরকলে জুম্ম গ্রামবাসীর ভূমিতে নতুন বিজিবি ক্যাম্প স্থাপনের চেষ্টা

হিল ভয়েস, ৪ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নে দুই জুম্ম গ্রামবাসীর ভূমির উপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নতুন বিজিবি ক্যাম্প স্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে ৩৭ বিজিবি রাজনগর জোনের অধীন গাছকাটা ছড়া বিওপি’র কমান্ডার সুবেদার মোঃ কামাল এর নেতৃত্বে বিজিবি সদস্যদের ২০ জনের একটি দল বড় হরিণা ইউনিয়নের ১৫৩নং বড় হরিণা মৌজার মালছড়ি গ্রামে যায়।

সেখানে বিজিবি সদস্যরা কয়েকজন গ্রামবাসীকে ডেকে তুংকালা চাকমা (৪৯), পীং-মৃত কন্টি চরণ চাকমা এবং মনি হক চাকমা (৩৮), পীং-কালিবান চাকমার মালিকানাধীন ভূমিতে একটি নতুন বিজিবি ক্যাম্প স্থাপন করবে বলে জানায়।

জায়গাটিতে মালিকদের গড়ে তোলা বিভিন্ন ফলজ ও বনজ বাগান রয়েছে।

উক্ত জায়গায় বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে দুই জুম্ম পরিবার উচ্ছেদের শিকার হবে বলে মালিকদের সূত্রে জানা গেছে।

More From Author