দীপায়ন খীসা
প্রিয় বন্ধুবর শ্রীযুক্ত সঞ্চয় চাকমা আবার একটি ভিডিও বার্তা তার ফেসবুকের টাইম লাইনে ছেড়েছেন। সেই ভিডিও বার্তাটি চাকমা ভাষায়। প্রশ্ন থাকে বন্ধুবর কাদের উদ্দ্যেশে এই ভিডিও বার্তা ছাড়লেন। পার্বত্য এলাকার জুমিয়া জনগণের সকলের ভাষা কি চাকমা? আর তিনি কি চাকমাদের উদ্দ্যেশে এই ভিডিও বার্তা ছেড়েছেন? তবে এই ভিডিও বার্তায় তিনি একই সাথে জেএসএস ও সন্তু লারমার বিরুদ্ধে বিষদগার করেছেন। বন্ধুবরের এই ভিডিও বার্তাটি যথেষ্ট কুরুচিকর ও মিথ্যাচারে পরিপূর্ণ।
বলা যায় বন্ধুবর সঞ্চয় বাবু সুইজারল্যান্ড থেকে ভিডিও প্রলাপ সম্প্রচার করেছেন। বন্ধুবরটির এই প্রলাপ পাহাড় জুড়ে ব্যাপক হাস্যরসের উপাদানের কারণ হয়েছে বলে রসিকজনরা অভিমত দিচ্ছেন। ছাগলের তিন নাম্বার বাচ্চা বলে একটা কথা প্রচলিত আছে। আমার প্রিয় বন্ধুবরটিও কবে থেকে ছাগলের তিন নাম্বার বাচ্চায় রূপান্তরিত হলো? সেটা নিয়ে আমি খুব বেদনায় আছি।
দিল্লী নিবাসী সুহাস চাকমা আর পাহাড়ের অতিবিপ্লবী দলটির উস্কানীতে বন্ধুবর শ্রীযুক্ত সঞ্চয় চাকমা ছাগলের তিন নম্বর বাচ্চার ন্যায় লাফাচ্ছে আর লাফাচ্ছে। কিন্তু বন্ধুটির কপালে কিছু জুটছে বলে মনে হচ্ছে না। সেই কারণে বন্ধুটি এখন হাস্যরসের পাত্র হয়ে উঠেছেন। আমার বন্ধুবরের এই করুণ পরিণতির জন্য তার ভাষায় কিছু অসৎ সঙ্গই দায়ি। সুহাস চাকমা আর পাহাড়ের অতিবিপ্লবী দলটির অসৎ সঙ্গের কারণেই বন্ধুর এই সর্বনাশ। তা না হলে বন্ধুবরটি এই ধরণের ভিডিও প্রলাপ বাজারে ছাড়তেন না।
এগত্তর কর্মসূচী নিয়ে বন্ধুটি এখনও নানান দিবাস্বপ্ন দেখছেন। আসলে বন্ধুটির দশা গোপাল ভাঁড়ের দশা হয়েছে। প্রবাসে থেকে বন্ধুবরটি কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু সুহাস চাকমা আর পাহাড়ের অতিবিপ্লবী দলটির প্ররোচনায় পরে বন্ধু্বরটি এগত্তর পালায় সেই টাকার একটি বড় অংশ বিনিয়োগ করেন। এগত্তর যাত্রাপালাটি সুপার ফ্লপ হওয়ার কারণে বন্ধুবরটির জমানো টাকাগুলো মাইর যায়। এগত্তর যাত্রাপালাটি হায় হায় কোম্পানির ন্যায় ঢেউলিয়া হয়ে যায়।
জমানো টাকা এইভাবে হারানোর কারণে বন্ধুবরটি গোপাল ভাঁড়ের গরু হারানোর দশায় পড়েছেন। গরু হারানোর পর পাগল প্রায় গোপাল ভাঁড় নিজের বউকে মা বলে ডাকা শুরু করেছিল। এগত্তর পালায় টাকা হারিয়ে সঞ্চয় বাবুও এখন বউকে মা ডাকা শুরু করেছেন। হায়রে সঞ্চয় বাবু? আপনার এই করুণ দশার জন্য আপনিই দায়ী?
এখন প্রকাশ্য হুমকি দিচ্ছেন। বলছেন ফাইল রেডি করছেন? তা ফাইল রেডি করে কি করবেন? ডিজিএফআই-এর কাছে পাঠাবেন? নাকি সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে জমা দেবেন? সঞ্চয় বাবুর প্রিয় দলটির অস্ত্রের চালান মিজোরাম সরকারের পুলিশ কর্তৃক ধৃত হওয়াতে বাবুটির প্রলাপ বকানি আরও বেড়েছে। কাদেরকে হত্যার উদ্দ্যেশে এই অস্ত্রগুলো আনা হচ্ছিল? প্রিয় সঞ্চয় বাবু কিছু উত্তর দিবেন কি?
তা সঞ্চয় বাবু আপনার পেয়ারের দল ইউপিডিএফ-এর নাদুস নুদুস মাইকেলবাবু ডক্টর ইউনুস সরকারের গঠিত আন্তর্জাতিক ট্রাইবুনালে পতিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলো? তাতে কি আপনার বহুল কথিত প্রভাবশালী প্রতিবেশিরা খুশী হয়েছেন? নাকি দেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্তুষ্ট হয়েছেন? আমাদের বড়ই জানতে ইচ্ছে করে গো?
তা সঞ্চয়বাবু এবার বলুন আপনারা আসলে কারা? একদিকে আপনার পেয়ারের দল ইউপিডিএফ-এর নাদুস নুদুস বাবুটি ডক্টর ইউনুস সরকারের গঠিত আন্তর্জাতিক ট্রাইবুনালে পতিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করবে। আর অন্যদিকে প্রভাবশালী প্রতিবেশীর সাহায্য নিয়ে দক্ষিণপন্থী ইউনুস সরকারের বিরুদ্ধে লড়াইয়ের তাবিজ বাজারে বেচার জন্য আপনি এবং আপনারা মুখে ফেনা তুলবেন? আসলে কোনটা সত্য বন্ধু মোর।
প্রিয় বন্ধু মোর, জনসংহতি সমিতি ও সন্তু লারমার বিরুদ্ধে নানান অপলাপ এবং প্রলাপ বকার জন্যই কি সুহাস চাকমা আপনাকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলেন? তা সুহাসবাবুর ভাড়া খেটে আয় কেমন হয়। ভিডিও বার্তাগুলোর শব্দ হিসাব করে কি টাকা পরিশোধ করা হয়? বন্ধু মোর স্ক্রিপ্ট লিখে দেয় কে? সুহাস চাকমা লিখে পাঠান তো ? এই প্রলাপগুলো ছড়িয়ে কি লাভ বন্ধু মোর? তুমি আর সুহাস তো ২ জনেই নিরাপদ জীবন যাপন করছো। সুহাস দিল্লীতে আর তুমি সুইজারল্যান্ডে? সেখানে আরামে জীবন কাটাচ্ছো।
আর যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য জীবনবাজি রেখে লড়ছে তাদের ফাইল প্রস্তুত করে জীবন নাশের হুমকি দিচ্ছো। বাহ! বাহ !বাহ! একেই বলে ব্যবহারে বংশের পরিচয়। তা প্রিয় সঞ্চয় বাবু, আঞ্চলিক পরিষদের প্রতি তোমার কেন এতই বিদ্বেষ? তোমার বন্ধুরা, পাহাড়ের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তো আঞ্চলিক পরিষদে আগুন লাগিয়ে দিয়েছিলো। এতেও কি তোমার দ্বেষ হিংসা কমেনি। তোমরা কি তাহলে আঞ্চলিক পরষিদে সশস্ত্র হামলা করতে চাও? সেই কারণেই কি মিজোরাম থেকে অস্ত্রের চালান আনতে হচ্ছিল?
বন্ধু মোর, মনে পড়ে কি তোমার বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিমাসের খরচটা কোথা থেকে আসতো? তুমি আমি প্রতিমাসে সেই সময়ে ২০০০ টাকা করে পেতাম। সেই টাকা কারা দিতো? বন্ধু মোর, তুমি আজ যার চরিত্র হনন করছো সেই সন্তু লারমা এবং জনসংহতি সমিতির পাঠানো টাকাতেই তোমার উচ্চ শিক্ষা সম্পন্ন হয়েছে। আর সেই উচ্চ শিক্ষা সম্পন্ন করার কারণেই বন্ধু মোর তুমি আজ অতি সহজেই সুইজারল্যান্ডে নিরাপদ প্রবাস যাপন করছো।
বন্ধু মোর, এবার একটু ক্ষান্ত দাও। প্রলাপ বকা বন্ধ করতে পারে এই রকম একজন ভালো ডাক্তার দেখাও। সুহাস চাকমার সাথে সাত নাল সুতা ছিঁড়ে ফেলে বন্ধনের ইতি টানো। ভালো ডাক্তার দেখিয়ে সুপথে ফিরে আসো। সুহাস চাকমার মতো কৃতঘ্ন চরিত্রের হইয়োনা বন্ধু মোর।