পানছড়িতে অপহৃত দুই গ্রামবাসী এখনো মুক্তি পায়নি, মুক্তিপণ দাবি করছে ইউপিডিএফ

হিল ভয়েস, ২৪ জানুয়ারি ২০২৫, পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্তর্গত ধুদুকছড়া থেকে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক অপহৃত দুই গ্রামবাসীকে এখনো মুক্তি দেওয়া হয়নি। পরিবারের কাছ থেকে বিরাট অংকের মুক্তিপণ দাবি করছে ইউপিডিএফ।

উল্লেখ্য, গত ৮ জানুয়রি ২০২৫ পানছড়ির হাতিমারা থেকে সাগর চাকমা এবং উত্তর ধুদুকছড়া থেকে নয়ন জ্যোতি চাকমা নামে দুই গ্রামবাসীকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। আজসহ প্রায় ১৬ দিন অতিবাহিত হলেও দুই গ্রামবাসীকে এখনো মুক্তি দেয়নি ইউপিডিএফ।

অপহরণের পর ইউপিডিএফের সাথে যোগাযোগ করা হলে অপহরণের বিষয়টি ইউপিডিএফ প্রথমে অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে আরো যোগাযোগ করা হলে অপহৃত নয়ন জ্যোতি চাকমার মুক্তিপণ হিসেবে ১২ লক্ষ ও সাগর চাকমার মুক্তিপণ হিসেবে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ইউপিডিএফ।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাগর চাকমার পরিবারের লোকজন ১ লক্ষ টাকা দিতে চাইলেও ইউপিডিএফ তা গ্রহণ করেনি এবং বলে দেয় পুরো ৬ লক্ষ টাকা দিলেই তারপর ছেড়ে দেবে তারা।

আরো জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৪ ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পানছড়ির হাতিমারায় বিয়ের অনুষ্ঠান থেকে অপহৃত দুই ব্যাক্তি উদয়ন চাকমা ওরফে ছক্কা পেদা (৪৫) ও টিগিনি চাকমা ওরফে অর্ক বাপ (২৮) কে বেদম মারধরের পর ধুদুকছড়া এলাকায় বসবাস না করার শর্তে মুক্তি দেয় ইউপিডিএফ।

উল্লেখ্য, উদয়ন চাকমা ওরফে ছক্কা পেদার বাড়ি বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় ও টিগিনি চাকমা ওরফে অর্ক বাপের বাড়ি পানছড়ি উপজেলার মঞ্জু আদাম এলাকায়। কিন্তু তারা দুজনই দীর্ঘ প্রায় ২০/২২ বছর পরিবারসহ উদয়ন চাকমা ওরফে চক্কাপেদা রুপসেন পাড়াতে এবং টিগিনি চাকমা ওরপে অর্কবাপ উত্তর ধুদুকছড়াতে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭.৩০ ঘটিকার সময় নিকোলাস চাকমা, পবিত্র চাকমা, সুজয় চাকমা, রবি চাকমা, আপন চাকমার নেতৃত্বে ২০-৩০ জন ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী ধুদুকছড়া গ্রামে প্রবেশ করে নয়নজ্যোতি চাকমা (৪৩), সাগর চাকমা (৪৫) নামে দুই গ্রামবাসীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

এছাড়া, ইউপিডিএফ সন্ত্রাসীরা এসময় ২০/৩০ জন গ্রামবাসী থেকে জোরপূর্বক মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং নানা হুমকি দেয়।

পানছড়িতে আবারও অস্ত্রের মুখে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসীকে অপহরণ

More From Author