হিল ভয়েস, ২ জানুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: আজ (২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার ৩নং মৈদুং ইউনিয়নের বাসিন্দা এক জুম্ম নারী ক্ষুদ্র ব্যবসায়ী বরকল উপজেলা সদরে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কর্তৃক আটকের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নারী ব্যবসায়ীর নাম মিসেস পুষ্পরাণী চাকমা, স্বামী-জ্ঞানবান চাকমা, গ্রাম-মন্দিরাছড়া, ১নং ওয়ার্ড, ৩নং মৈদুং ইউনিয়ন, জুরাছড়ি উপজেলা।
জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে পুষ্পরাণী চাকমা বিক্রির উদ্দেশ্যে বরকল সদরে হাঙর মাছ, শুটকি ও ২০/৩০টি জ্যাকেট নিয়ে গেলে বিজিবি সদস্যরা তাকে সেখান থেকে আটক করে। স্থানীয়রা জানান, তিনি প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে বরকল সদর, হরিণা ও ঠেগাডোর এলাকায় ব্যবসা করতে যান।
বিজিবির অভিযোগ, তারা আজ পুষ্পরাণীর শুটকির বস্তা থেকে কয়েকটি সেনা পোশাক খুঁজে পান।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৫টার দিকে জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন শিলছড়ি সেনা ক্যাম্প থেকে সুবেদার রাজ্জাক এর নেতৃত্বে ১৩ জনের একটি সেনাদল ৩নং মৈদুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্দিরাছড়া গ্রামে গিয়ে উক্ত নারী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ব্যাপক তল্লাসি চালিয়ে হয়রানি করেছে বলেও খবর পাওয়া গেছে।
বাড়ি তল্লাসির সময় ওই নারী ব্যবসায়ীর স্বামী জ্ঞানবান চাকমা বাড়িতে ছিলেন না বলে জানা যায়। তল্লাসির সময় সেনা সদস্যরা বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। যাওয়ার সময় সেনা সদস্যরা গ্রামের মুরুব্বিদের মারফত জ্ঞানবান চাকমাকে ক্যাম্পে গিয়ে তাদের সাথে দেখা করার নির্দেশ দিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি সদস্যরা পুষ্পরাণী চাকমাকে ছেড়ে দেয়নি বলে জানা যায়।