হিল ভয়েস, ১৬ জানুয়ারি ২০২৫, বিশেষ প্রতিবেদক: এনসিটিবি সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর সাংবাদিকতা বিভাগ ও নৃবিজ্ঞান বিভাগ, সংক্ষুব্ধ ছাত্র-জনতা ইত্যাদি ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) ঢাকায় স্টুডেন্টস ফর সভারেন্টি নামে সেনা-সমর্থিত সেটেলার বাঙালি এবং মৌলবাদী গোষ্ঠী কর্তৃক ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। উক্ত হামলায় আদিবাসী ছাত্র-জনতার কমপক্ষে ৭ জন গুরুতর আহতসহ ২২ জনের অধিক আহত হয়েছে।
ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ:
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সতেজ চাকমার সঞ্চালনায় এবং ঢাকা মহানগরের পিসিপি সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে উজ্জল আজিম, রিপন চন্দ্র বানাই, অলিক মৃ, বিএমএসসির সভাপতি প্রমুখ ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে কলাভবন ও শাহবাগ হয়ে ঘুরে এসে রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে। সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক যথাযথ বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে আজ সকাল ১১ ঘটিকায় শুরু হয়। চবির শিক্ষার্থী জাল্লাং এনরিকো মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী ভুবন চাকমা এবং সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষার্থী সানুবাই মারমা।
রাঙ্গামাটি:
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মতিঝিলে আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং ন্যায় বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে রাঙ্গামাটির সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিলটি রাঙ্গামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ঘুরে এসে আবার কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।স্মারকলিপিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার পক্ষ থেকে সরকারের কাছে ৫ টি দাবি উত্থাপন করা হয়।
এছাড়া বরকলেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান:
“সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার” এনসিটিবি ভবন ঘেরাও’র শান্তিপূর্ণ কর্মসূচীতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক যথাযথ বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকায় বান্দরবান প্রেস ক্লাবের প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া “সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতা”র ব্যনারে থানচি, রুমা ও চিম্বুকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি:
ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, শাপলা চত্বর ঘুরে ফের চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে। সমাবেশে উক্যনু মারমার সঞ্চালনায় এবং হ্লাব্রে মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবু চাকমা, তুষিতা চাকমা, নেপোলিয়ন চাকমা, নয়ন ত্রিপুরা, নিশান চাকমা, মংসাই মারমা, অংশোয়েসিং মারমা প্রমুখ।
ছাত্রদলের সমাবেশ:
এনসিটিবি সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ডাস চত্বর থেকে উপাচার্য চত্বর হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয় ছাত্রদলের মিছিল।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে গেলে নামধারী সন্ত্রাসী স্টুডেন্টস ফর সভারেন্টি ছাত্রলীগের কায়দায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।