হিল ভয়েস, ১৩ জানুয়ারি ২০২৫, বিশেষ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) কো-চেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আইএলসি’র সদস্য সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। সম্প্রতি ভূমি বিষয়ক আন্তর্জাতিক এই জোটের কাউন্সিল প্রতিনিধিদের ভোটে কো-চেয়ার নির্বাচিত হয়ে তিনি ২০২৫-২০২৭ সময়কালের জন্য এই দায়িত্ব পালন করবেন। বিগত তিন বছর যাবত তিনি এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই কোয়ালিশনের নীতিনির্ধারনী পরিষদে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইএলসি’র চার্টার অনুযায়ী, এই সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলে দুই জন কো-চেয়ার থাকেন; যারা ১৮ সদস্য বিশিষ্ট এই কাউন্সিলের নেতৃত্ব দিয়ে থাকেন। কো-চেয়ারদের একজন নির্ধারিত থাকেন আইএলসি’র স্বাগতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলাপমেন্ট (ইফাড)-এর নীতিনির্ধারণী পর্যায়ের একজন সিনিয়র প্রতিনিধি এবং অন্য কো-চেয়ার নির্বাচিত হয়ে থাকেন কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের প্রতিনিধিদের একজন।
ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন হল ভূমি বিষয়ক একটি আন্তর্জাতিক জোট যেখানে সুশীল সমাজ, একাডেমিয়া, গবেষণা প্রতিষ্ঠান, আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, জাতিসংঘের সংস্থা, এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারা এই কোয়ালিশনের অংশ হয়ে অঞ্চল ভিত্তিক এবং বিশ্বব্যাপী ভূমি অধিকার নিয়ে কাজ করে থাকে। আইএলসি মাল্টি-স্টেকহোল্ডার অংশীদারিত্বকে স্বীকৃতি দেয় এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন ভূমি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে। বিশ্বব্যাপী আদিবাসী, বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, কৃষক, গ্রামীণ নারী, পাস্টোরালিস্ট, যুব প্রভৃতি জনগোষ্ঠী নিয়ে কাজ করে বা এসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল ৩২৩টি সদস্য সংস্থা এই কোয়ালিশনের অংশ। বাংলাদেশ থেকেও ৬টি সংস্থা এই প্লাটফর্মের সদস্য রয়েছে।
আইএলসি’র অন্যতম সদস্য সংস্থা ইটালির রোমে অবস্থিত ইফাড বর্তমানে আইএলসি’র সেক্রেটারিয়েট হোস্ট করে থাকে। এছাড়া এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইমেনা অঞ্চলে ৪টি আঞ্চলিক অফিসের মাধ্যমে এই কোয়ালিশনের সামগ্রিক কাজ পরিচালিত হয়।
আইএলসি’র সদস্য সংস্থা কাপেং ফাউন্ডেশন দীর্ঘদিন বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার এবং ভূমি অধিকার নিয়ে কাজ করে আসছে। তারা সরকার, নাগরিক সমাজ, জাতীয় মানবাধিকার কমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলোর সাথে লবি ক্যাম্পেইন এবং এডভোকেসীর মাধ্যমে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।