হিল ভয়েস, ৭ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর অন্তর্গত বাঘাইহাট, লংগদু, দিঘীনালা ও খাগড়াছড়ি সদর জোন কর্তৃক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ৩ দিনব্যাপী ব্যাপক সেনা অভিযানের অভিযোগ পাওয়া গেছে।
যুদ্ধংদেহী কায়দায় সেনাবাহিনীর এই অভিযানে এলাকার জুম্মদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গত ৪ ডিসেম্বর ২০২৪ থেকে এই সামরিক অভিযান শুরু হয় এবং আজ ৭ ডিসেম্বর ২০২৪ তা শেষ হয় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর অন্তর্গত ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট সেনা জোন, তেজস্বী (৩-বীর) সেনা লংগদু জোন, ৪ ইস্ট বেঙ্গল (৪-বীর) দীঘিনালা সেনা জোন, খাগড়াছড়ি সদর ( ২২-বীর) জোন এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী এই যৌথ সামরিক অভিযান শুরু করা হয়।
এতে অন্তত ৮০-১০০ জন সেনা সদস্য ৪টি দলে বিভক্ত হয়ে সাজেক এলাকার মাজলং, ব্রিজপাড়া, ৬ নম্বর পাড়া, ৭ নম্বর পাড়া, ৮ নম্বর পাড়া, হিজিং পাড়াসহ সাজেক-দিঘীনালা সড়কের ডান ও বাম পার্শ্বে ৫০০ মিটার এলাকা পর্যন্ত অভিযান ও তল্লাসি চালানো একই সাথে পুরো এলাকাটি ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়।
এসময় সংশ্লিষ্ট এলাকার জুম্ম গ্রামবাসীরা ব্যাপক হয়রানির শিকার হয়। ভয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল প্রায় বন্ধ হয়।
এদিকে আজ শনিবার (৭ ডিসেম্বর), সকাল ১১টা ০৫ ঘটিকায়, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি *বিএ-৪০২৮ মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান চট্টগ্রাম সেনানিবাস হতে বিমান বাহিনীর হেলিকপ্টার বিএইচ ৯৬৯ যোগে বাঘাইহাট জোন পরিদর্শন করেছেন বলে জানা যায়।