হিল ভয়েস, ২০ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নে সেনাবাহিনী টহল অভিযান চালিয়ে গ্রামবাসীকে হয়রানি করেছে এবং জোরপূর্বক এক গ্রামবাসীকে তাদের নিজেদের অস্ত্র হাতে দিয়ে এবং আরও কয়েকজনকে অস্ত্রছাড়া মোবাইলে ফটো তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে এলাকার উক্ত জুম্ম গ্রামবাসীরা উদ্বেগের মধ্যে রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্বেগের কারণ হল, যদি সেনাবাহিনী পরে ঐ ফটো দিয়ে তাদেরকে হয়রানি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৪ সকাল আনুমানিক ৯ টার দিকে বালুখালি ইউনিয়নে অবস্থিত মরিচ্যাবিল সেনা ক্যাম্প থেকে সুবেদার মোঃ আজাদ এর নেতৃত্বে ১৬-১৭ জনের একটি সেনাদল ট্রলার বোট যোগে বাদলছড়ি গ্রামে টহল অভিযানে যায়। পরে বাদলছড়ি থেকে ভিজাকিজিং পর্যন্ত টহল অভিযান চালায়।
এরপর ভিজেকিজিং থেকে আবার বাদলছড়ি ফিরে এসে বাদলছড়ি সরকারি প্রাথমিক স্কুলে অবস্থান গ্রহণ করে। পরদিন (১৯ ডিসেম্বর) ভোর রাত ৩:৩০ টার দিকে সেনাদলটি বাদলছড়ি গ্রামের বেশ কিছু জুম্মর বাড়িতে যায় এবং বাড়ির লোকদের ঘুম থেকে জাগিয়ে মোবাইল ক্যামেরায় ফটো তোলে।
এদের মধ্যে প্রিয়তন চাকমা (২৬) নামে এক গ্রামবাসীকে সেনাবাহিনীর একটি অস্ত্র হাতে গুঁজিয়ে দিয়ে সেনা সদস্যরা মোবাইল ক্যামেরায় ফটো তোলে।
এরপর সেদিন দুপুরের দিকে সেনা সদস্যরা রিমা চাকমার বাড়ি ঘেরাও করে। এসময় বাড়িতে কেউ ছিল না। এরপর সেনা সদস্যরা আবার বাদলছড়ি সরকারি প্রাথমিক স্কুলে ফিরে আসে। বিকাল ৩ টার দিকে সেনাদলটি ক্যাম্পে ফিরে যায়।