হিল ভয়েস, ১৪ ডিসেম্বর ২০২৪, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় অনুষ্ঠিত চাকমাদের একটি বিয়ে অনুষ্ঠানে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি দল হঠাৎ হানা দিয়ে ৩ নিরীহ জুম্মকে অপহরণ, ৬-৭ ব্যক্তিকে বেদম মারধর এবং ৫০-৬০ জনের মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ (১৪ ডিসেম্বর) পানছড়ির হাতিমারা এলাকার বাসিন্দা শঙ্কুমুনি চাকমার পুত্র রিপন চাকমার সাথে রূপসেন পাড়া গ্রামের বাসিন্দা টিবিরে (ডাকনাম) চাকমার কন্যা অলোকা চাকমার বিবাহ অনুষ্ঠান হাতিমারা এলাকায় বরের বাড়িতে অনুষ্ঠিত হয়।
বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে বিয়ে অনুষ্ঠান শেষের দিকে ইউপিডিএফের সশস্ত্র দলের কমান্ডার পবিত্র চাকমা, সুমেন চাকমা ও নিকোলাস চাকমার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ বিয়ে অনুষ্ঠানে আবির্ভূত হয় এবং বিয়ে বাড়ি সহ উপস্থিত লোকজনকে ঘেরাও করে। এরপর ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রামের ৫০-৬০ জনের মোবাইল ফোন কেড়ে নেয়।
এরপর ইউপিডিএফ সন্ত্রাসীরা বিয়ে বাড়িতে আগত তিন গ্রামবাসীকে ধরে ব্যাপক মারধর করে এবং বেঁধে অপহরণ করে নিয়ে যায়। মারধর ও অপহরণের শিকার উক্ত ব্যক্তিরা হলেন- উদয়ন চাকমা ওরফে ছক্কা পেদা (৪৫), পীং-ললিত রঞ্জন চাকমা, গ্রাম-রূপসেন পাড়া, রিমেন চাকমা (৪৫), গ্রাম-উত্তর ধুদুকছড়া ও টিগিনি চাকমা ওরফে অর্ক বাপ (২৮), গ্রাম-উত্তর ধুদুকছড়া।
অপহৃত ব্যক্তিরা সকলেই পেশায় দিনমজুর বলে জানা গেছে। অপহরণের সময় ইউপিডিএফ সদস্যরা অপহৃতদের মেরে ফেলা হবে হুমকি দিয়ে নিয়ে যায়।
এছাড়া অপহরণ করে নিয়ে যাবার সময় সন্ত্রাসীরা বিয়ে বাড়ির পাশে একটি দোকানে থাকা ৬/৭ জন নিরীহ গ্রামবাসীকেও ব্যাপক মারধর করে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়। মারধরের শিকার ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম হল- সুগত চাকমা (৩৫) ও জিয়ান চাকমা (৩৭)।
স্থান ত্যাগ করার সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানা যায়।
অপহরণকারীদের মধ্যে কমান্ডার পবিত্র চাকমার বাড়ি রাঙ্গামাটির রাঙাপানি এলাকায় বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিদের সর্বশেষ খবর জানা যায়নি এবং ছিনতাই করা মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়নি।