হিল ভয়েস, ১ ডিসেম্বর ২০২৪, ঢাকা: ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের কল্পিত অভিযোগে চট্টগ্রামের ৭০ জন সংখ্যালঘু আইনজীবী ও দুজন সাংবাদিককে জড়িয়ে গতকাল ৩০ নভেম্বর ২০২৪ স্থানীয় কোতয়ালী থানায় রুজুকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলায় গভীর ক্ষোভ, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংবাদপত্রে প্রকাশার্থে পরিষদের এক বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহ মামলার পরিচালনা ও এতদ্সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে জোরপূর্বক বিরত রাখার অসৎ উদ্দেশ্যে মহলবিশেষের ইন্ধনে এ মামলা রুজু করা হয়েছে যা নিঃসন্দেহে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
পরিষদ অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে আইনজীবী ও সাংবাদিকদের অব্যাহতিদানের আশু পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।