রাঙ্গামাটির জীবতলীতে সেনাবাহিনীর টহল, হয়রানি

হিল ভয়েস, ১৭ নভেম্বর ২০২৪, রাঙ্গামাটি: গতকাল (১৬ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে জুম্ম গ্রামে টহল অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এসময় সেনা সদস্যরা তিনটি বাড়িতে তল্লাসি চালায় এবং বাড়ির লোকদের অহেতুক জিজ্ঞাসাবাদ চালিয়ে হয়রানি করে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে গবঘোনা সেনা ক্যাম্প হতে সুবেদার মোঃ গফুর এর নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের গুইহাবাছড়া গ্রামে টহল অভিযান চালিয়ে পরপর তিনটি জুম্মও বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। এসময় সেনা সদস্যরা বাড়ির লোকদের ‘মোবাইল ফোন আছে কিনা, চাঁদাবাজরা আসে কিনা’ ইত্যাদি বিভিন্ন হয়রানিমূলক প্রশ্ন করে এবং নানা হুমকিমূলক কথা বলে। এতে এলাকার জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

তল্লাসির শিকার বাড়িগুলি হল- ১. কালা মরত্তো চাকমা (৪৫), পীং-জহরলাল চাকমা, গ্রাম-গুইহাবাছড়া, ২. সুশান্ত চাকমা (৫৫), পীং-অজ্ঞাত, গ্রাম-গুইহাবাছড়া ও ৩. অনিল চাকমা (৩৮), পীং-লাদিবাপ চাকমা, গ্রাম-গুইহাবাছড়া।

উক্ত গ্রামে অভিযান চালানোর পর, উক্ত সেনাদলটি পার্শ্ববর্তী মগবান ইউনিয়নের পেরাছড়া গ্রামেও এক ঘন্টাব্যাপী টহল অভিযান চালায় বলে জানা যায়।

More From Author

+ There are no comments

Add yours