বরকলে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম হামলার শিকার

হিল ভয়েস, ২৪ নভেম্বর ২০২৪, রাঙ্গামাটি: আজ (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নে একদল সেটেলার বাঙালির হামলায় মারধরের শিকার হয়ে এক জুম্ম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হামলার শিকার ব্যক্তির নাম সবিনয় চাকমা (২৬), পীং-মৃত শুক্রমনি চাকমা, গ্রাম-তালছড়া, ৩নং ওয়ার্ড, ভূষণছড়া ইউনিয়ন।

অপরদিকে হামলাকারী সেটেলার বাঙালিরা হলেন- ১. মো: হেলাল (৩২), পীং-শাহাবুদ্দিন, ২. মো: বেলাল (২৯), পীং-শাহাবুদ্দিন ও ৩. মো: কামাল (৩০), পীং-অজ্ঞাত। তাদের সকলের বাড়ি ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খেয়াঘাট নামে সেটেলার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সবিনয় চাকমা স্থানীয় বাজারে একটি দোকানে নাস্তা খেতে যান। এসময় বাজারে কয়েকজন সেটেলার বাঙালি মাছ বিক্রি করতে দেখে, সবিনয় চাকমা মাছ কিনতে যান। মাছ কেনার সময় এক সেটেলার বাঙালি মাছ বিক্রেতা পঁচা মাছ দিতে চাইলে, সবিনয় চাকমা তা নিতে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে মাছ বিক্রেতা ওই সেটেলার বাঙালি তার সঙ্গীদের নিয়ে সবিনয় চাকমা উপর হামলা করে। হামলাকারীদের লাথি ও ঘুষিতে সবিনয় চাকমার নাক, মুখ ফেটে গিয়ে রক্ত বের হয়।

বেশি রক্তক্ষরণ হওয়ায় স্থানীয় লোকজন এগিয়ে এসে সবিনয় চাকমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙ্গামাটি শহরে পাঠিয়ে দেন বলে জানা যায়।

পরে স্থানীয় মেম্বার মো: সবুর তালুকদার চিকিৎসার পরে বিচার করা হবে জানান।

More From Author