আগামীকাল থেকে পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি

হিল ভয়েস, ২৮ নভেম্বর ২০২৪, বিশেষ প্রতিবেদক: আসন্ন ২ ডিসেম্বর, পার্বত্য চট্টগ্রামের জুম্মসহ স্থায়ী অধিবাসীদের অধিকারের সনদ ও ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২৭তম বর্ষপূর্তি। ১৯৯৭ সালের এই দিনে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জাতীয় ও রাজনৈতিক সমস্যা হিসেবে স্বীকার করে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘ ২৭ বছর অতিক্রান্ত হতে চললেও চুক্তিটি বাস্তবায়িত না হওয়ায় সেই কাঙ্খিত রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান এখনো সুদূর পরাহত হয়েই রয়েছে। উপরন্তু সরকার চুক্তি বাস্তবায়ন না করে অগণতান্ত্রিক ও ঔপনিবেশিক কায়দায় জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব বিলুপ্তি ও দমন-পীড়নের নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। ফলে পার্বত্যাঞ্চলের পরিস্থিতি দিন দিন সংঘাতপূর্ণ ও সহিংস হয়ে উঠছে। চুক্তির মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলে শান্তি ও উন্নয়নের যে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা আজ ধুলিস্যাৎ হতে বসেছে। এমনিতর অবস্থায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি পালনের পরিবর্তে জুম্ম জনগণ তথা পার্বত্যবাসী ও দেশের নাগরিক সমাজ চরম হতাশা, ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষের মধ্য দিয়ে পালন করতে বাধ্য হচ্ছে।

ঐতিহাসিক এই পার্বত্য চুক্তির ২৭তম বছরপূর্তি উপলক্ষে আগামীকাল (২৯ নভেম্বর) থেকে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৯ নভেম্বর, চট্টগ্রামে আলোচনা সভা ও গণসঙ্গীত

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, চট্টগ্রাম এর উদ্যোগে এই দিন শুক্রবার, বিকাল ৩টায় চট্টগ্রামের জে এম সেন হলে ‘পাহাড়ি জনপদে স্থায়ী শান্তি, সুষম উন্নয়ন ও স্থিতিশীল পরিবেশ: পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার পর গণসঙ্গীত পরিবেশন করা হবে।

১ ডিসেম্বর, ঢাকায় আলোচনা সভা

এই দিন, রবিবার, সকাল ১০টায়, ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর রোডস্থ উইমেন ভলান্টারী এসোসিয়েশন (ডাব্লিউভিএ) মিলনায়তনে চুক্তির ২৭তম বর্ষপূতি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এর উদ্যোগে ‘সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রেজওয়ানা প্রমুখ। এছাড়া আলোচনা সভায় রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ।

২ ডিসেম্বর, ঢাকায় আলোচনা সভা

এই দিন দেশের বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে গঠিত প্লাটফর্ম ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর উদ্যোগে ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর ২য় তলার সেমিনার রুমে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও অগ্রগতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২ ডিসেম্বর, পার্বত্য চট্টগ্রামে গণসমাবেশ, আলোচনা সভা, গণসঙ্গীত

রাঙ্গামাটি জেলা: এই দিন, সোমবার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাঙ্গামাটি শহরে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সকাল ৯টায় জমায়েত, সকাল ৯:৩০টায় গণসঙ্গীত এবং সকাল ১০টায় ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হবে গণসমাবেশ।

একই দিন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার তুলবান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, বাঘাইছড়ি এর উদ্যোগে সকাল ৯টায় জমায়েত, সকাল ৯:৩০টায় গণসঙ্গীত এবং সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

একই দিন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় জনসংহতি সমিতির লংগদু উপজেলা কমিটির উদ্যোগে চিবেরেগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন’ শ্লোগান নিয়ে গণসমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই দিন রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বরকল থানা শাখার উদ্যোগে বরকল উপজেলা মাঠে সকাল ৯টায় জমায়েত এবং ‘চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হউন’ শ্লোগান নিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

একই দিন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, বিলাইছড়ি এর উদ্যোগে বিলাইছড়ি শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় জমায়েত, সকাল ৯:৩০টায় র‌্যালি ও সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন উপজেলার ইউনিয়ন বা গ্রাম পর্যায়েও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বান্দরবান জেলা: এই দিন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, বান্দরবান এর উদ্যোগে ‘চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হউন’ শ্লোগান নিয়ে বান্দরবান জেলা সদরের বড় রাজার মাঠে সকাল ৯টায় জমায়েত ও সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি জেলা: খাগড়াছড়ি জেলা সদর সহ বিভিন্ন স্থানেও বিভিন্ন সংগঠন ও মহলের উদ্যোগে চুক্তি বাস্তবায়নের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ক্রোড়পত্র, বিবৃতি, প্রতিবেদন প্রকাশ

উক্ত কর্মসূচি ছাড়াও চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের উদ্যোগে ২ ডিসেম্বর, জাতীয় সংবাদপত্রে ‘ক্রোড়পত্র’, পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিবৃতি’ এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করা হবে।

More From Author