হিল ভয়েস, ৩১ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), শিজক কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকা সময়ে শিজক কলেজের হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পিসিপি’র শিজক কলেজ শাখার সভাপতি সুকেন চাকমার সভাপতিত্বে এবং পিসিপি’র শিজক কলেজ শাখার সাধারণ সম্পাদক রুপেজ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সাবেক সভাপতি প্রভাত কুমার চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুব্রত চাকমা, ৩০নং সারোয়াতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা, ৩১নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার সভাপতি পিয়েল চাকমা এবং বাঘাইছড়ি মহিলা সমিতির সভাপতি শ্রীমতী লক্ষীমালা চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সুভাষ দত্ত চাকমা বলেন, শিজক কলেজ অনেক কষ্টে গড়া একটি প্রতিষ্ঠান। এ কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে বাঘাইছড়ির পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাঁদের সেই ঋণ তখনই শোধ হবে যখন তোমরা (শিক্ষার্থীরা) সুশিক্ষায় সুশিক্ষিত, যোগ্য, বহুগুণে গুণান্বিত এবং একজন আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, তোমরা শিক্ষার্থীরা হলে এক একটা বাতি। তোমাদের আলোয় আলোকিত হবো আমরা, আমাদের সমাজ এবং আমাদের দেশ। কাজেই তোমরা যদি আলোয় আলোকিত হতে না পারো তাহলে আমাদের জাতীয় জীবনে অন্ধকার নেমে আসবে। আমরা আরও অনেক পিছিয়ে যাবো।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রী প্রভাত কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় জুম্মদের জাতীয় অস্তিত্ব এখন চরম হুমকির মুখে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চুক্তি নিয়ে এক সাক্ষাৎকারে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তাই তাদের কাছ থেকে খুব একটা আশা নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমাদের বিকল্প চিন্তা ভাবতে হবে। সেক্ষেত্রে ছাত্র ও যুব সমাজকে নিঃসন্দেহে অগ্রগামী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, জুম্ম তারুণ্য শক্তির কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের জাতীয় জীবনে যখন কোনো অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে তখন তা মোকাবেলায় আপনারা তরুণরাই সামনের সারিতে বারবার থেকে সাহসী প্রতিরোধ গড়েছেন।
তিনি আরও বলেন, আমি প্রায়ই পথেঘাটে আমাদের তরুণদের দেখি মোবাইলে বিভিন্ন অনলাইন গেম এবং জুয়া খেলতে। সেই আসক্তি থেকে তোমাদেরকে অবশ্যই বেড়িয়ে আসতে হবে। কারণ আপনারাই আমাদের স্বপ্ন, আপনারাই আমাদের ভবিষ্যৎ।
বিশেষ অতিথির বক্তব্যে পিয়েল চাকমা বলেন, ছাত্রছাত্রীদের শুধুমাত্র একাডেমিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর পাশাপাশি বিভিন্ন বইয়ের সাথে আপনাদের সংযুক্ত থাকতে হবে। এবং আমাদের তরুণ সমাজকে অবশ্যই সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে, যে শিক্ষার দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার সমাজ ও জাতি উপকৃত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিক চাকমা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিজক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্না চাকমা। এছাড়া শিজক কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে সতেজ চাকমা ও ভূমিকা চাকমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পারুকা চাকমা ও বিন্দু চাকমা।
+ There are no comments
Add yours