হিল ভয়েস, ১৮ অক্টোবর ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী জুম্ম কিশোরী (১৫) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর বাড়ি বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদু অং পাড়া গ্রামে বলে জানা গেছে।
এই ঘটনাটি ঘটে গতকাল (১৭ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীরই গ্রামে।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর ভাই নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মো: সেলিম (২৩), পীং-নুর মোহাম্মদ ও মতিউর রহমান (২৫), পীং-নুরুল হোসেন। তাদের উভয়ের বর্তমান ঠিকানা বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায় বলে জানা গেছে।
অভিযুক্তদের মধ্যে মতিউর রহমান গ্রামবাসীদের সহায়তায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল ছিল বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উৎসব। তাই বাড়ির লোকেরা সবাই ব্যস্ত ছিলেন। সন্ধ্যা আনুমানিক ৫:৪৫ টার দিকে ওই ভুক্তভোগী কিশোরী হাত-পা ধওয়ার জন্য সিঁড়ি বেয়ে ছাদু অং খালের দিকে যায়। এসময় মো: সেলিম ও মতিউর রহমান ওই কিশোরীকে অনুসরণ করে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে মতিউর রহমান সিঁড়িতে পাহারা দেয় এবং মো: সেলিম কিশোরীকে জোর করে খালের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
এদিকে বাড়ির লোকজন ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরছে না দেখে তারা উদ্বিগ্ন হয়ে খোঁজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির লোকজন খালের পাড়ে বাঁশের ঝোপে কান্নারত অবস্থায় কিশোরীটি খুঁজে পায়। এরপর ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়-স্বজনকে ধর্ষিত হওয়ার কথা খুলে বলেন।
এরপর গ্রামের লোকজন মতিউর রহমানকে আটক করে পুলিশের নিকট খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে মতিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
+ There are no comments
Add yours