হিল ভয়েস, ১১ সেপ্টেম্বর ২০২৪, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আদিবাসীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটককৃত ১২ জন আদিবাসীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা ইউএনও জুবায়ের হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানা যায়।
গতকাল ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিল ভয়েসের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সার্বিক মানব উন্নয়ন সংগঠন, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ফেডারেশন এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এতে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং, গারো স্টুডেন্ট ফেডারেশনের মধুপুর শাখার সভাপতি তুষার নেকলা, বাগাছাসের মধুপুর শাখার লুসি রিছিল, কোচ আদিবাসী সংগঠনের নেতা ভরত বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে গাছ চুরির মামলা করায় ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে সহ ১২ জনকে জেল হাজতে প্রেরণ করে।
বক্তারা আরো বলেন, এই মামলা মিথ্যা ও ভূমিহীন আদিবাসী জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার অপচেষ্টা।
+ There are no comments
Add yours